বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রীর নয়া সেনসেশন নোরা ফাতেহি (Nora fatehi)। তার নাচ এবং পারফেক্ট মুভসের যাদুতে ঘায়েল সকলে। ‘সাকি সাকি’ (saki saki) গানে নোরার সেক্সি উত্তেজক নাচ আজও মনে গেঁথে রয়েছে নেটবাসীর। তার রূপের দিক থেকেও চোখ ফেরানো দায়। নোরার আবেদনময়ী চাহনি আর এক্সপ্রেশনে ঘুম ওড়ার জোগাড় হয় পুরুষ ভক্তদের। চাতকের মতোই তারা অপেক্ষায় থাকেন কবে ফের নতুনভাবে দেখা দেবেন সাকি গার্ল।
সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় নোরা ফাতেহি। ২১ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে নোরা ফাতেহির। আর অনুগামীদের কিভাবে মাতিয়ে রাখতে হয় তা নোরা খুব ভালো ভাবেই জানেন। প্রায়শই নিজের হট অ্যান্ড বোল্ড বিউটি নিয়ে হাজির হন নোরা।
কখনো বিকিনি পরে বোল্ড অবতারে ঘুম উড়িয়ে দেন পুরুষ অনুগামীদের। তো কখনো আবার দুর্দান্ত নাচের ভিডিও শেয়ার করে নিমেষের মধ্যেই তুমুল ভাইরাল হয়ে পড়েন নেটপাড়ায়।
আবার শুধুই যে হট অ্যান্ড বোল্ড ওয়েস্টার্ন পোশাক তা নয়, মাঝে মধ্যে শাড়ি পরেই পুরুষ মনে ঝড় তুলে দেন নোরা ফাতেহি।
সম্প্রতি নোরা ফাতেহি একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে লাস্যময়ী রানীর অবতারে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে। নিখুঁত শরীরের অর্ধেক ঢাকা সাদা রঙের নেটের ঘাগরায়। বাকি শরীর টুকু থেকে যেন ঠিকরে বেরোচ্ছে রূপ লাবণ্য।
শুধু তাই নয়, মুক্তোয় মোরা অন্তর্বাস পরে থাকতে দেখা যাচ্ছে নোরাকে ওই ছবিতে। আর সাথে খোলামেলা চুল আর গাঢ় লাল রঙের লিস্পষ্টিক যেন আরো মোহময়ী করে তুলছে গোটা পরিবেশ। নোরা ফাতেহির এমন ছবি শেয়ার হবার পর থেকেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই ১২ লক্ষ ৮০ হাজার লাইক পরে গিয়েছে ছবিতে।