গত ২৩ শে জানুয়ারি ভারতের যুগপুরুষ নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী ছিল। সারা দেশব্যাপী কেন্দ্র তথা রাজ্য গুলোতেও মহাসমারোহে পালিত হয়েছে সুভাষের জন্মদিন। যদিও এবছর প্রথম থেকেই এই দিনকে কেন্দ্র করে উঠে এসেছে একাধিক বিতর্ক। ভিক্টোরিয়ার অনুষ্ঠানে মমতা বন্দোপাধ্যায় বক্তৃতা রাখার সময় ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠায় শুরু হয় তুমুল রাজনৈতিক তরজা।
এবার সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উন্মোচন করা নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি নিয়ে৷ নেটিজেনদের একাংশের দাবি, এই ছবি সৃজিত মুখার্জি পরিচালিত (Srijit Mukherjee) পরিচালিত ‘গুমনামি’ সিনেমায় নেতাজির ভূমিকায় অভিনয় করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর ছবি।
এবার এই সমস্ত জল্পনায় অবসান ঘটিয়ে মুখ খুললেন পরিচালক সৃজিত মুখার্জি। ছবিটি নেতাজির নয় প্রসেনজিতের এই দাবি কার্যত উড়িয়ে দিয়ে সৃজিত নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখলেন, ‘রাষ্ট্রপতি ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ছবি উন্মোচন করা হয়েছে, সেই ছবিটি এঁকেছিলেন পরেশ মাইতি। নেতাজির সেই আদলের সঙ্গে প্রসেনজিতের ‘লুকের’ যদি কোনও মিল পান, তার পুরো কৃতিত্ব সোমনাথ কুণ্ডুর।’
অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এই প্রসঙ্গে পরোক্ষভাবে লিখলেন, ‘আমাদের জাতীয় হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর অসাধারণ একটি চিত্র আঁকার জন্য পরেশ মাইতিকে ধন্যবাদ। আমি অভিনেতা হওয়ার সুবাদে ছবিটি দেখে অনেকেরই অনুমান হয়েছে, সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনা ও সোমনাথের করা মেকআপ-এ ‘গুমনামি’র চরিত্রটির সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।’
এক্ষেত্রে সৃজিত সাফ জানিয়ে দেন, নেতাজির চরিত্রে অভিনয় করার জন্য প্রসেনজিৎ এর লুক ডিজাইন করা হয়েছিল। কিন্তু প্রসেনজিৎ-কে নেতাজি সাজিয়ে কোনোরূপ পোস্টার তৈরি করা হয়নি, এবং রাষ্ট্রপতি ভবনে উন্মোচিত হওয়া ছবিটিও গুমনামি ছবির কোনও পোস্টার নয় বলেই৷ জানিয়েছেন সৃজিত মুখার্জি।