আজ হঠাৎ অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলো কলকাতা (Kolkata)। ভরদুপুরে কলকাতার কালীঘাট (Kalighat) সংলগ্ন এলাকায় উদ্ধার হল বস্তাভর্তি ১০, ৫০, ১০০, ৫০০ টাকার পোড়া নোট (Burn Notes) । রবিবার ভরদুপুরে কালীঘাটের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় রাস্তাময়। নোটের কিছু অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, এই পোড়া টাকা দেখে স্বভাবতই নিমেষে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
একবস্তা পোড়া টাকা দেখে নিমেষে ভীড় জমে যায় এলাকায়, খোঁজ চলে ‘ভালো টাকার’। নিমেষে খবর চাউর হয়ে যায় গোটা এলাকায়। খবর শুনে শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছায় কালীঘাট থানার পুলিশ। ইতিমধ্যেই সেই টাকার বস্তা বাজেয়াপ্ত করে তদন্তে নেমেছে পুলিশ৷ খোদ ৫০০ ১০০ টাকার এতগুলো নোটে কে আগুন লাগালো, কেই বা ফেলে গেল এই পোড়া টাকার বস্তা তা নিয়ে ইতিমধ্যেই চলছে তুমুল জল্পনা।
এদিকে পুলিশ আসার আগে ঘটনাস্থলে সাধারণ মানুষ হুড়মুড়িয়ে পকেটে ভরতে থাকে বাছাই টাকা। যদিও স্থানীয় বাসিন্দারা এতে আপত্তিও জানায়। তবু পুলিশ আসার আগে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন তারা এমনটাই দাবি করেছেন কালীঘাট এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ৷ পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই এই টাকার বস্তা বাজেয়াপ্ত করে ফরেন্সিক টেস্টে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের শাস্তি হবে বলে আশাবাদী পুলিশ।