বেজে গেছে যুদ্ধের দামামা।পশ্চিমবাংলার (West Bengal) এর দরজায় কড়া নাড়ছে একুশের বিধানসভা ভোট। টলিউডের (Tollywood) অসংখ্য অভিনেতা অভিনেত্রীরাই একে একে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। গত কয়েকদিন আগেই তৃণমূলে নাম লিখিয়েছেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das), এবার এর ঠিক দুদিনের মাথাতেই জোড়াফুলের পতাকা হাতে তুলে নিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)।
একে তাবড়-তাবড় নেতারা ছেড়ে গিয়েছে তৃণমূল। সেই শূণ্যস্থান পূরণ করতেই কি তবে একে একে টলিপাড়ার জনপ্রিয় তারকাদের নিশানা করছে শাসক দল, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আজ তৃণমূল ভবনে ব্রাত্য বসু (Bratya Basu) এবং কুনাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন কৌশানি এবং ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত।
কৌশানির প্রথম ছবি ‘পারবোনা আমি ছাড়তে তোকে’, অভিনেত্রী জানান প্রথম থেকেই তিনি নিজের মনে মনে বলতেন ‘পারবোনা আমি ছাড়তে দিদিকে’। সেই দিদির আদর্শকে শির ধার্য করেই এবার কৌশানি পা দিলেন রাজনীতির ময়দানে। পাশাপাশি কৌশানি আরও বলেন, “আমি যুব সমাজের প্রতিনিধি হয়ে বলছি, আমায় দেখে অনেকে এগিয়ে আসুক। যারা ঘরের ভেতরে দিদিকে সমর্থন করেন। তাঁরা এগিয়ে আসুন।” অভিনেত্রী হিসেবে যতটুকু সামর্থ্য ততটুকু মানুষের জন্য করেছেন তিনি, এবার কৌশানি চান নেত্রী হয়ে মানুষের জন্য কিছু করতে।
ইতিমধ্যেই টলিপাড়ার তাবড়-তাবড় সেলেব যেমন দেব, মিমি, নুসরত, দেবশ্রী রায়, সোহম সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা তৃণমূল দিয়েই রাজনীতিতে অভিষেক করেছেন এবার সেই তালিকায় জুড়লো অভিনেত্রী কৌশানি মুখার্জির নাম৷