সারা আলী খান (Sara Ali Khan), বলিউডের এই ষ্টার কিডকে এখন ছবি দেখে চিনতে পারাই মুশকিল। বলিউড অভিনেতা সাইফ আলী খানের (Saif Ali Khan) কন্যা সারা। সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতার মেয়ে সারা আলী খান। একসময় কি ছিলেন সারা আর কি হয়েছেন! এক সময়ের সাধাসিধে ফ্যাট গার্ল সারা এখন নিজের স্টোনিং লুকস দিয়ে উষ্ণতা বাড়াচ্ছে পুরুষ ভক্তদের মনে।
২০১৮ সালে, কেদারনাথে ছবির মাধ্যমে বলিউড জগতে পা দিয়েছিলেন সারা আলি খানের। এরপর অল্প কিছু দিনেই বলিউডের হট নায়িকাদের ভিড়ে বেশ প্রতিষ্ঠিত হয়েছেন সারা। তবে ষ্টার কিড হবার কারণে দারুন কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল সারা আলী খানকে।
কিছুদিন আগেই বলিউডের চকোলেট হিরো বরুন ধাওয়ানের সাথে ‘কুলি নং ১’ ছবিতে দেখা গিয়েছে সারা আলী খানকে। ছবিতে বহুবার বোল্ড লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর ছবিতে সারা ও বরুনের জলের তলায় লিপলক কিস বেশ চর্চিত হয়েছিল বি-টাউনে।
ছবিতে অভিনয়ের জেরে দারুন জনপ্রিয়তা পেয়েছেন সারা। বি-টাউন তো বটেই সোশ্যাল মিডিয়াতেও বেশ পপুলার সারা। ইতিমধ্যেই তার অনুগামীর সংখ্যা ৩০ লক্ষ পার হয়ে গিয়েছে। আর সোশ্যাল মিডিয়াতে অনুগামীদের জন্য মাঝে মধ্যেই দুর্দান্ত বোল্ড লুকস নিয়ে হাজির হন সারা।
লাস্যময়ী শরীরের সাথে আবেদনশীল চাহনি নিয়ে বোল্ড লুকে সারা আলী খান রীতিমত বুকের ব্যাথার কারণ হয়ে দাঁড়ান পুরুষ ভক্তদের। সম্প্রতি মালদ্বীপে হুতি কাটাতে গিয়েছেন এই হট বলিউড অভিনেত্রী। আর সেখান থেকেই কিছু বোল্ড ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
ছবিতে নীল রঙের ওয়ানপিস বিকিনিতে দেখা যাচ্ছে সারা আলী খানকে। আর সারার এই বোল্ড লুকের ছবি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ছবিগুলিতে ১৪ লক্ষেরও বেশি লাইক হয়ে গিয়েছে।