বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। অল্প বয়সেই বাংলা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে পথ চলা শুরু করেছিলেন। এর পর ধীরে ধীরে সিরিয়াল থেকে সিনেমা এমনকি গায়িকা ও মিউজিক ভিডিও পর্যন্ত করেছেন অভিনেত্রী। এক কথায় বলতে গেলে সর্বগুণ সম্পন্না ঋতাভরী। সিরিয়ালের সেই মিষ্টি মেয়ে আজকের টলি পাড়ার হট ডিভাতে পরিণত হয়েছেন। অভিনেত্রীর রূপের জাদুতে কাত ছোট থেকে বড় সকলেই। শরীরচর্চা আর কড়া ডায়েটের মধ্যে থেকে একেবারে লাস্যময়ী ফিগারের মালকিন ঋতাভরী। অভিনেত্রীর শরীর তো নয় যেন যৌবনের জ্বলন্ত আগ্নেয়গিরি।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে প্রায় পৌনে ২৩ লক্ষ অনুগামী রয়েছে ঋতাভরীর। আর তাদের কিভাবে মাতিয়ে রাখতে হয় তা বেশ ভালোই জানেন অভিনেত্রী। প্রায়শই নিজের লাস্যময়ী ফিগারে উষ্ণ অবতারে ধরা দেন অভিনেত্রী। যা দেখে রীতিমত বিভোর হয়ে থাকেন ভক্তগণেরা।
ক্ল্যাসিকাল শাড়ি লুক থেকে শুরু করে বোল্ড ওয়েস্টার্ন লুক সবেতেই এক্সপার্ট ঋতাভরী। বোম্ব ফিগারের সাথে দুরন্ত আবেদনময়ী চাহনি দিয়ে রীতিমত বশ করে নেন অনুগামীদের। সোশ্যাল মিডিয়াতে ঋতাভরীর ছবি মানেই তা থেকে চোখ ফেরানো দায়।
কিছুদিন আগেই ঝলমলে ওয়েস্টার্ন পোশাকের সাথে জ্যাকেট পরে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী সাথে ছিল চরম আবেদন যুক্ত চাহনি। সেই ছবি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়। এবার অভিনেত্রী একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
ভিডিওতে বোম্ব ফিগারের সাথে বিকিনি পরে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে ঋতাভরীকে। যদিও ভিডিওটি বেশ খানিকটা পুরোনো, এক সময় ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে গিয়ে এই ভিডিওটি সূত্রে করেছিলেন অভিনেত্রী। তবে, এদিন থ্রোব্যাক হিসাবে শেয়ার করেছেন ভিডিওটি। আর শেয়ার হবার পর থেকেই বিচের ধরে ঋতাভরীর এই ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
View this post on Instagram