টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রী হবার পাশাপাশি তিনি আবার তৃণমূলের সংসদ। অভিনয় ও রাজনীতি দুটো কাজই বেশ সামলে নিয়েছেন মিমি। সিনেমাতে অভিনয়ের জেরে অভিনেত্রীর জনপ্রিয়তা ব্যাপক তার ওপর লাস্যময়ী অভিনেত্রীর লুকসে ফিদা লাখো পুরুষ হৃদয়।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী, সাড়ে ২৫ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে তার ইনস্টাগ্রামে। সুযোগ পেলেই নিজের লাস্যময়ী রূপের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর মিমির ছবি মানেই তা শেয়ার হবার পর নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।
কিছুদিন আগেই আরব দেশে গিয়েছিলেন অভিনেত্রী, সেখান থেকেই কিছু ছবিও শেয়ার করেছিলেন। ছবিতে কখনো ধূ ধূ মরুভূমিতে দাঁড়িয়ে পোজ দিয়েছিলেন তো কখনো মরুদ্যানে হাজির হয়ে বোল্ড ছবি শেয়ার করেছিলেন। অভিনেত্রীর বোল্ড ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবে, অভিনেত্রী ট্রাডিশনাল হোক বা ওয়েস্টার্ন উভয় পোশাকেই নিজেকে দারুন ভাবে মানিয়ে নিতে পারেন। কখনো শাড়ি পরেই কিলার লুকস নিয়ে হাজির হন, তো কখন আবার বোল্ড পোশাকে ওয়েস্টার্ন বিউটি রূপে ধরা দেন।
সম্প্রতি মিমি তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে নিজের কাজের প্রতি দায়িত্ববোধ ও সাথে সহ্য ক্ষমতারও পরিচয় দিয়েছেন মিমি। শেয়ার করা ছবিতে মিমি চক্রবর্তীকে লাস্যময়ী একটি লাল পোশাকে দেখা গিয়েছে। তবে পোশাক থাকলেও তা খুবই স্বল্প এই ঠান্ডায় এই টুকু কাপড় পরে ফটোশুট চাড্ডিখানি কথা নয়! আর ইটা বোঝাতেই এক বৃদ্ধের পাশে বসে ছবি তুলেছেন মিমি।
ছবিতে দেখা যাচ্ছে ঠান্ডায় রীতিমত জড়সড় হয়ে কাঁপছেন বৃদ্ধ। সেখানে অভিনেত্রী কোনো শীতের পোশাক ছাড়াই স্বল্প পোশাকে বসে আছেন। ছবিটি শেয়ার করে মিমি ক্যাপশনে লিখেছেন, ‘ জমাট বেঁধে গেছেন কাকু! আমি তো এটাকে ট্রেন্ডিং ভেবে মেনেই নিয়েছিলাম, কিন্তু এই কাকু আমার মনে জিতে নিল’। আসলে ব্যাপারটা সেরকম কিছুই না সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই কিছু না কিছু ট্রেন্ড চলে আর এবার মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সকে নিয়ে চলছে ট্রোল। অনেকেই শীতে জুবুথুবু হয়ে বসে থাকা বার্নি স্যান্ডার্সের ছবি দিয়ে মিম বানাচ্ছিলেন, এবার মিমিও নাম লেখালেন তাদেরই দলে।