• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বোঝ কান্ড একই সাথে দ্বিতীয়-তৃতীয়! ক্যামেরায় যশ দাসগুপ্তের সাথে ফ্রেমবন্দি রোশান সিং

টলিউড এখন শিরোনামে পরিপূর্ন। কোথায় আছে কারোর পৌষমাস আর কারো সর্বনাশ! খানিকটা তেমনই ঘটনা ঘটে চলেছে টলিপাড়ায়। একদিকে গত বছর থেকেই খুশির খবরের জোয়ার এসেছে টলিপাড়ায়, তেমনি আবার কিছু সম্পর্ক বিচ্ছেদের খবরও মিলেছে। রোশান সিং (Roshan Singh) এর সাথে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর (Srabanti Chatterjee) তৃতীয় বিয়েটাও ভাঙ্গনের পথে রয়েছে। এদিকে  অভিনেতা যশ দাসগুপ্তের (Yash Dasgupta) কারণে নুসরত জাহান (Nusrat Jahan) ও নিখিল জৈন (Nikhil Jain) এর সম্পর্কের মধ্যেও বিচ্ছেদের কালো মেঘ ঘনিয়ে আসছে  দিন দিন।

Srabanti Chatterjee Nusrat Jahan শ্রাবন্তী চ্যাটার্জী নুসরত জাহান

   

গত বছর দুর্গাপুজোর পর থেকেই শ্রাবন্তী ও তার তৃতীয় স্বামী রোশান সিংয়ের সম্পর্কে ভাঙ্গন দেখা দিয়েছে। দুজনেই একেঅপরকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করে দিয়েছেন। ডিলিট করে দিয়েছেন একসাথে তোলা সমস্ত ছবিও। এমনকি সেই পুজোর পর থেকে এখনো পর্যন্ত আলাদা থাকেন শ্রাবন্তী ও রোশান। ২ বছর হবার আগেই তৃতীয় বিয়েও ভাঙ্গনের পথে চলে সর্বদাই শিরোনামে রয়েছেন শ্রাবন্তী ও রোশান।

Srabanti Chatterjee Roshan Singh

এবার আসা যাক নুসরত জাহানের কথায়। এখনো দুবছর হয়নি নিখিল জৈনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংসদ অভিনেত্রী নুসরত জাহান। এরই মধ্যে নিখিলের সাথে সম্পর্কে ছেদ পড়েছে বলে জানা যাচ্ছে। আবার সম্পর্কে ফাটলের মধ্যেই ‘এসওএস কলকাতা’ ছবিতে অভিনয়ের টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে নুসরতের। তাই সম্প্রতি টলিপাড়ায় নুসরত ও যশের সম্পর্কের যে কোনো খবরই শিরোনাম করছে।

নুসরত জাহান যশ দাশগুপ্ত Nusrat Jahan Yash Dasgupta

কিন্তু সম্পর্কের এই সমস্ত টানাপোড়েনের মাঝে হটাৎ একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে। অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় বড় রোশান সিংয়ের সাথে একই সাথে দেখা গেল অভিনেতা যশ দাশগুপ্তকে। রোশান সিং নিজেই এই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর ছবিটি শেয়ার করার পরেই তা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

যশ দাসগুপ্ত Yash Dasgupta রোশান সিং Roshan SIngh

আসলে রোশন সিং ও যশ দাশগুপ্ত দুজনেই বন্ধু। আর ওয়ার্কআউটের জন্য জিমে হাজির হয়েছিলেন দুজনেই। রোশানের পরনে ছিল কালো শার্ট আর নীল রঙের জিন্স, অন্যদিকে যশের  গিয়েছিল ধূসর রঙের হাত কাটা টি শার্ট আর ট্র্যাক প্যান্ট। জিমে ওয়ার্কআউটের শেষে এক সাথে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে দুজনকে।

যশ দাসগুপ্ত Yash Dasgupta রোশান সিং Roshan SIngh

site