টলিপাড়ায় গত বছরের লকডাউনের পর থেকেই চলেছে বিয়ের মরশুম। একেরপর এক সেলিব্রিটিরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন বছরেও সেই ধারা অব্যাহত রয়েছে। ১৫ ই জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণতা পেল সৌরভ ব্যানার্জি (Sourav Banerjee) এবং ত্বরিতা চ্যাটার্জি (Twarita Chatterjee) এর তিন বছরের প্রেম। ধুমধাম করে এলাহি আয়োজনে বিয়ে সারেন এই মিষ্টি জুটি।
১৫ তারিখ বিয়ের পর ১৭ তারিখ আয়োজিত হয়েছিল জমকালো রিসেপশন (Reception)। বিয়ে রিসেপশন দুই অনুষ্ঠানই ছিল একেবারে চাঁদের হাট। টলিপাড়ার তাবড়-তাবড় অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন সৌরভ ত্বরিতার বিয়েতে।
ত্বরিতা সৌরভের বিয়ে হয়েছে ‘ উত্তীর্ণ ‘ তে, রিসেপশনের আয়োজনও সেখানেই করা হয়েছিল। তরুণ কুমারের নাতির বৌভাতে আবারো প্রধান হয়ে উঠেছিল আভিজাত্য, সাজসজ্জার চাকচিক্য। কাঠের ফ্রেমে মাদুর দিয়ে পিলার গুলোতে করা হয়েছিল সাবেকি ডেকরেশন, এছাড়া ছিল রংবেরঙের ফুল আর আলোর রোশনাই।
বিয়ের মতন রিসেপশনেও ত্বরিতার দিক থেকে সহজে চোখ ফেরানো যায়নি। রিসেপশনে অভিনেত্রী সোনালি রঙের লেহেঙ্গা শাড়ি, কুন্দনের গয়না আর মাথায় লাল গোলাপ দিয়ে সেজেছিলেন। অন্যদিকে সৌরভের পরনে ছিল সোনালি বন্ধগলা পোশাক।
বিয়ে আর রিসেপশনের পালা শেষ এবার ফুলশয্যার পালা। আর সম্প্রতি তরিতা ও সৌরভের ফুলশয্যার কিছু ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিতে লাল টুকটুকে বেনারসী আর গা ভর্তি গয়না পরে ফুলের মালা ও মুকুট পরে বসে থাকতে দেখা যাচ্ছে ত্বরিতাকে। আর পাশেই বসে আছেন সৌরভ পরণে রয়েছে বাঙালি বরের পোশাক ধুতি আর পাঞ্জাবি।
আরেকটি ছবিতে ফুলশয্যার রীতি মেনে বরকে কিছু একটা খাইয়ে দিচ্ছেন ত্বরিতা। অভিনেত্রী নিজেই এই ছবিগুলি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘ফুলশয্যা’। শেয়ার হবার পর থেকেই টলিপাড়ার এই জনপ্রিয় সেলেব জুটির ফুলশয্যার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।