ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। এই ভাইরাল ভিডিওগুলোর মধ্যে কত কিছুই থাকে দেখবার মত। কখনো প্রাঙ্ক ভিডিও ভাইরাল হয় যা দেখে হাসতে হাসতে পেট ফেটে যাবার জোগাড় হয়। তো কখনো আবার ভয়ংকর ও কীর্তিকলাপ দেখা যায় এই ভিডিওগুলিতে। আসলে কখন যে কি ভাইরাল হয়ে পরে বোঝা মুশকিল।
কখনো দাদুর ‘টুম্পা সোনা’ গানে নাচ তো আবার কখনো হাতি ও জেব্রার বন্ধুত্বের ভিডিও ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। কেউ আবার হাতি দিয়েই বডি ম্যাসাজ করতে শুরু করে দেন। এই সমস্ত ভিডিও দেখতে বেশ পছন্দ করেন নেটিজেনরা তাই তো এই ধরণের ভিডিও শেয়ার হলে তা ভাইরাল হতে বেশি দেরি লাগে না।
জঙ্গলের পশু পাখিদেরকেও আজকাল ভিডিওতে দেখতে পাওয়া যায়। সম্প্রতি জঙ্গলের বাঘ মামার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে দিব্যি রাস্তায় উঠে আস্তে দেখা যাচ্ছে বাঘকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনের দিকে ধারালো দাঁত দিয়ে কামড় বসিয়েছে বাঘ মামা। আর এই গোটা ঘটনার ভিডিও করে তা শেয়ার করেছেন কোনো এক ব্যক্তি।
আসলে ভিডিওটি তোলা হয়েছে বেনারঘাটা ন্যাশনাল পার্কের (Bannerghatta National Park) একটি সাফারিতে (Safari)। সাফারিতে গাড়িতে করে জঙ্গলের পশু পাখিদের দেখানো হয় একেবারে সামনে থেকেই, কোনোৰথম খাঁচা থাকে না। এই ক্ষেত্রেও তাই হয়েছে। ব্যাঙ্গালোরের বেনারঘাটা ন্যাশনাল পার্কে সাফারিতে গিয়েছিলেন কিছু মানুষ। তাদের সাফারির মাঝেই এই রয়্যাল বেঙ্গল টাইগার হানা দিয়েছে।
রাস্তার মধ্যে উঠে এসে সাফারির গাড়ির পিছনে কামড় বসিয়েছে। আর বাঘ মামার এই কীর্তির ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। অনেকেই ভিডিও দেখে বলেছেন হয়তো খিদে পেয়েছে বাঘটির তাই এভাবে জঙ্গল ছেড়ে রাস্তায় এসে বেড়াচ্ছে।