• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আজ থেকে শুরু বলিউডের চকলেট হিরো বরুন ধাওয়ান ও দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালের বিয়ে

Published on:

Varun Dhawan Natasha Dalal বরুন ধাওয়ান নাতাশা দালাল

বলিউডের অভিনেতা বরুন ধাওয়ান (Varun Dhawan)। বিখ্যাত পরিচালক ডেভিড ধাওয়ানের পুত্র বরুন ধাওয়ান, বলিউডের চকোলেট হিরো নাম পরিচিত তিনি। বলিউডের এই চকোলেট হিরো দীর্ঘদিন ধরে নাতাশা দালাল (Natasha Dalal) এর সাথে প্রেম করছেন। মাঝে বহুবার তাদের বিয়ের গুঞ্জন উঠেছিল, কিন্তু সে সবই গুজব প্রমান হয়। কিন্তু এবার ফাইনালি বিয়ে করছেন বরুন ধাওয়ান ও নাতাশা দালাল। আগামী ২৪শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বরুন-নাতাশা।

Varun Dhawan Natasha Dalal বরুন ধাওয়ান নাতাশা দালাল

বর্তমানে ডেস্টিনেশন ওয়েডিংএর যুগ, সকলেই চান বিয়ের জন্য নিজেদের পছন্দের মত এক জায়গায় যাবেন। কিন্তু সেই প্রথায় যাচ্ছেন না বরুন। আলীবাগে বিয়ে করছেন বরুন-নাতাশা জুটি। বিয়ের দিন একেবারে চলেই এসেছে, তাই এই মুহূর্তে চলছে শেষ প্রস্তুতি।

যেমনটা জানা যাচ্ছে মহারাষ্ট্রের আলীবাগে (Alibag) ‘দি ম্যানশন হাউসে অনুষ্ঠিত হতে চলেছে বিয়ে। বিয়ের আসলে পরিবারের কিছু লোক ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই বিয়ের। বিয়ের জন্য  মোট ৩টি ভিলা ভাড়া করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিয়ের জন্য তৈরী হয়েগিয়েছেন নাতাশা। আজ সকালেই পাপারাজিদের ক্যামেরায় ধরা দিয়েছেন নাতাশা।

Varun Dhawan Natasha Dalal বরুন ধাওয়ান নাতাশা দালাল

বর্তমানে বিয়ের খুশিতে মজা রয়েছেন বরুন ও নাতাশা দুজনেই। তবে, শুরু থেকে এতটা সহজ ছিল না সম্পর্কটা। যেমন তা জানা যায় ৩ বার বরুনের প্রপোসাল ফিরিয়ে দিয়েছিলেন নাতাশা। শেষমেশ রাজি হন বরুনের প্রস্তাবে। আর এবার কিছু ঘন্টার পরেই সেই প্রেম পরিণতি পেতে চলেছে আলীবাগে।

Varun Dhawan Natasha Dalal বরুন ধাওয়ান নাতাশা দালাল

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥