সত্যি কত বিচিত্র এই পৃথিবী আর তাতে বাস করা মানুষজন! আমাদের চারপাশে কতকিছুই আজব সমস্ত ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। আজব এই ঘটনাগুলির খুব কমই হয়তো আমরা জানতে পারি। অনেক এমন অবাক করা ঘটনা আছে যা আমরা জানতে পারিনা। তবে, ইদানিং সেই সমস্যার একটা দারুন সমাধান হয়েছে। বর্মানে ইন্টারনেটের যুগে ছোট থেকে বুড়ো সকলেই মেতেছে সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) দেখা যায়, এই ভিডিওগুলির মধ্যে দিয়েই অনেক অজানা অবাক করা জিনিস জানতে পারা যায়।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিও গুলির মধ্যেই কতশত আজব ভিডিওই। কখনো ভয়ংকর সাপের সাথে লড়াই দেখতে পাওয়া যায় মুরগি। তো কখনো আবার বাঘের ভয়ে কুকুর নয়, কুকুরের ভয়ে বাঘ দৌড়ে পালায়। কেউ তো আবার বডি ম্যাসাজ করান হাতিকে দিয়ে। এমন কতোকিছুর ভিডিও প্রতিদিন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক আজব ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে যেমন হাস্তে বাধ্য হবেন তেমনি অবাক হবেন। ভিডিওতে এক ব্যক্তিকে সাইকেল চালাতে দেখা যাচ্ছে। তবে রোজকার দেখা স্টাইলে নয় অবিশ্বাস্য ভাবে প্রায় ১০ জন চেপেছে একটি মাত্র সাইকেলে। যদিও সাইকেলে কচিকাঁচাদের সংখ্যাই বেশি। কিন্তু তও যেখানে সাইকেল একজন চালায় সাথে ক্যারিয়ার ও সামনে মাইল মোট তিন জন যেতে পারে সেখানে ১০ জন!
কেউ সাইকেল চালকের কাঁধ ধরে ঝুলে আছে তো কেউ চাকার সামনে মাডগাডের ওপর বসে আছে। কেউ আবার সিটের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ভাবেই এক সাইকেলে দিব্যি রাস্তা দিয়ে চলেছেন ১০ জন। অদ্ভুত এই ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। আর বলা বাহুল্য ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়েছে এই ভিডিও।