বলিউডের (bollywood) অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma)। নতুন বছরে অভিনেত্রীর ছবি ‘রামপ্রসাদ কি তেহরভি’ লঞ্চ করেছে, ছবিতে কঙ্কনা ছাড়াও নাসিরুদ্দিন শাহ, পরমব্রত চ্যাটার্জী, বিক্রান্ত মাসি ও মনোজ পাওয়ারের মত একাধিক অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে। সম্প্রতি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে কঙ্কনাকে, ডলি কিট্টি নামের নেটফ্লিক্স সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী।
অভিনেত্রী বলিউড তথা টলিউডে একাধিক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন। লাইফ ইন এ মেট্রো, ওয়েক আপ সিড, কাদম্বরী, গয়নার বাক্স এরোকম অজস্র ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন কঙ্কনা।
অভিনয়ের জেরে বেশ জনপ্রিয় অভিনেত্রী। কঙ্কনা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন, ৩ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে তাঁর ইনস্টাগ্রামে। সেখানে মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করে নেন অনুগামীদের সাথে।
শাড়ি পরতে বেশ ভালোবাসেন কঙ্কনা। নতুন বছর শুরু হবার আগেই ব্ল্যাক শাড়িতে দুর্দান্ত লুকস এর ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি আবারো শাড়ি পরেই আবার কিছু ছবি শেয়ার করেছেন কঙ্কনা সেন শর্মা।
তবে, শাড়ি পড়লেও তা একেবারে হটকে স্টাইলে পরে দেখিয়েছেন কঙ্কনা। ছবিতে দেখা যাচ্ছে শাড়ির সাথে ব্লাউজ নয়, বরং তার বদলে ম্যাচিং হালকা নীল রঙের শার্ট ও ভেতরে টপের সাহায্য নিয়েছেন অভিনেত্রী।
ছবি শেয়ার করে বেশ মজাদার ক্যাপশনও দিয়েছেন কঙ্কনা। লিখেছেন, ‘ যখন তোমার শাড়ির সাথে ম্যাচিং করে পড়ার মত কোনো ব্লাউজ নেই’। অর্থ্যাৎ অভিনেত্রী বলতে চেয়েছেন যে তিনি ম্যাচিং ব্লাউজ পাননি তাই শার্ট দিয়েই কাজ সেরেছেন।
আর পোশাকের সাথে রয়েছে মানানসই গয়না আর হালকা মেকাপ লুক। অভিনেত্রীর এই ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে।