টলিউডের (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) বর্তমানে সর্বদাই চর্চায় রয়েছেন। আর তার মূলে রয়েছে অভিনেত্রীর সম্পর্কের টানাপোড়েন। শ্রাবন্তী চ্যাটার্জীর তৃতীয় বিয়েতেও বিচ্ছেদের মেঘ ঘনিয়ে এসেছে। আর এই কারণেই অভিনেত্রীর জীবনের প্রতিটা খবরই যেন হট টপিক হয়ে রয়েছে সবসময়। তবে, শ্রাবন্তী ও রোশানের সম্পর্কে যে ফাটল ধরেছে তা যতদিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু এই ভাবে মন খারাপ করে কি আর বেঁচে থাকা যায়!
প্রথম ও দ্বিতীয় বিয়ে ভেঙে যাবার পর ছেলে অভিমান্যুকে নিয়ে কিছু দিন থাকার পর রোশন সিংকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই সেই সম্পর্কেও বিচ্ছেদের কালো মেঘ ঘনিয়ে এসেছে। দীর্ঘদিন ধরেই একেঅপরের থেকে আলাদা থাকছেন দুজনেই। সোশ্যাল মিডিয়াতেও মাঝে মধ্যে ঠান্ডা যুদ্ধের মত পরিস্থিতি তৈরী হয়েছে দুজনের মধ্যে।
তৃতীয় বিয়ের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন জিম খুলেছেন শ্রাবন্তী। জিম নিয়ে বেশ ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সম্পর্কের যে এতো টানাপোড়েন চলছে তা অভিনেত্রীকে দেখে বোঝাই যায় না। এই জন্য হয়তো তিনি একজন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের দুঃখকে আড়াল করে হাসি মুখেই রয়েছেন তিনি।
সম্প্রতি শ্রাবন্তী একটু খুশির মুডে বা অভিনেত্রীর বান্ধবীর মতে মস্তির মুডে আছেন। কারণ অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করেছেন যা থেকে জানা যাচ্ছে বর্মানে দীঘাতে রয়েছেন শ্রাবন্তী। আর সেখান থেকেই কিছু ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে বান্ধবীকে শ্রাবন্তী জিজ্ঞাসা করেছেন আমরা দিঘায় কি করতে এসেছি? তখনি তার বান্ধবী উত্তর দেন মস্তি করতে। তাহলেই বুঝুন!
তবে, আসলে ব্যাপারটা একটু আলাদা। দীঘাতে শো করতে গিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। আর শো করার ফাঁকেই সমুদ্রের ধারে গিয়ে একান্তে কিছুটা সময় কাটিয়ে এসেছেন অভিনেত্রী। ছবিতে বেশ খুশির মেজাজেই দেখা গিয়েছে অভিনেত্রীকে।