ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। এই ভাইরাল ভিডিওগুলোর মধ্যে যেমন হাসি মজার ভিডিও রয়েছে তেমনি রয়েছে অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু ভিডিও। মাঝেমধ্যেই প্রাঙ্ক ভিডিও ভাইরাল হয় যা দেখে হাসতে হাসতে পেট ফেটে যাবার জোগাড় হয়। আসলে কখন যে কি ভাইরাল হয়ে পরে বোঝা মুশকিল। কখনো দাদুর ‘টুম্পা সোনা’ গানে নাচ তো আবার কখনো হাতি ও জেব্রার বন্ধুত্বের ভিডিও ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে।
কিছু মানুষ নিজের প্রতিভার ভিডিও শেয়ার করেন যা ভাইরাল হয়ে পরে। আবার মাঝে মধ্যেই ভয়ংকর সব পশুদের তুমুল লড়ায়ের ভিডিও ভাইরাল হয় যা দেখলে গা শিউরে উঠতে বাধ্য। আসলে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও শেয়ার করলে তা সহজেই অল্প সময়ে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। আর ভিডিও সকলে দেখতে শুরু করলেই তা হয়ে যায় সুপার ভাইরাল।
সম্প্রতি একটি চিতা (Cheetah) বাঘের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে জঙ্গলের মধ্যে দিয়ে দুটি বাঘকে হেটে যেতে দেখা যাচ্ছে। প্রথমদিকে বেশ শান্তিপূর্ণ ভাবে হাঁটতে থাকলেও আচমকাই একটি বাঘ কয়েকটি বাঘের দিকে তেড়ে আসে। আর যেমনি আসা তেমনি শুরু তুমুল লড়াই।
বিশাল গর্জন করে দুজনেই নিজেদের শক্তির পরিচয় দিয়ে একেঅপরকে আক্রমন করতে থাকে। যদিও দুজনেই শেষমেশ হার মেনে নেয়। আর আনার যে যার মত চলে যায়। এই গোটা ঘটনাটি ভিডিও করেছেন কিছু সাফারি ট্রিপের লোকজন। সেই সময় দুটি জিপে করে কিছু ফটোগ্রাফার ও পর্যটক উপস্থিত ছিলেন সেখানে।
দুই বাঘের মধ্যে এই তুমুল লড়াইয়ের ভিডিও শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের পারভীন কাসওয়ান নামের এক ব্যক্তি। তিনি সোশ্যাল মিডিয়া মাধ্যম টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন। আর শেয়ার করার পর থেকেই বেশ ভাইরাল হয়ে পড়েছে ভিইডিওটি। লক্ষাধিক ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে ইতিমধ্যেই।
Clash of the titans. Only from India. Best thing you will watch. Received via whatsapp. pic.twitter.com/36qqvhkG5F
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 19, 2021