টলিউডের (Tollywood) অভিনেত্রী এনা সাহা (Ena Saha)। টলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী। একাধিক বাংলা ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী। মিষ্টি আর সুন্দরী অভিনেত্রীকে বেশ পছন্দ বাঙালিদের।
অভিনেত্রী সোশ্যাল লাইফে বেশ সক্রিয়। আর সোশ্যাল মিডিয়াতে ১০ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে এনা সাহার। প্রতিনিয়ত নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নিজের ছবি দিয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।
কখনো সাধাসিধে শাড়ি পরেই ঝড় তুলে দেন সোশ্যাল মিডিয়াতে, তো কখনো আবার বোল্ড পোশাকে আগুন জ্বালিয়ে দেন পুরুষ হৃদয়ে। সোশ্যাল মিডিয়াতে এনা সাহার ছবি মানেই তা সুপার ভাইরাল হয়ে পরে নিমেষের মধ্যেই।
তবে, সম্প্রতি অভিনেত্রী এনা সাহা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে তাঁর। অভিনেত্রীকে ভিডিওতে রীতিমত চেনাই দায় হয়ে পড়েছে। অভিনেত্রীর এই অবস্থা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। অনেকেই আবার চিন্তায় পরে গিয়েছেন যে হটাৎ করে কি হল এনা সাহার! এমনি তাই করোনা মহামারীর কারণে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, সেখানে হটাৎ কি হল চিন্তায় পরে গিয়েছিলেন অনেকেই।
তবে, আসলে ব্যাপারটা সেরকম কিছুই না। আসলে সোশ্যাল মিডিয়াতে আজকাল নানান ধরণের মজাদার ভিডিও বানানো যাচ্ছে। আর সেই ভিডিও যেগুলোকে আমরা রইল ভিডিও নাম জানি তারই একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে ঠাকুমা তাকে মিষ্টি খাওয়াতেই থাকছে। আর খেতে খেতে এক সময় মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে অভিনেত্রীর। আর এই ভিডিও দেখেই অনেকে চিন্তায় পরে গিয়েছেন এনা সাহাকে নিয়ে।
View this post on Instagram