এবছরের শুরুতেই অনেক খুশির খবর এসেছে একাধিক সেলিব্রিটিরা বিয়ে করেছেন। আবার অনেকেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন। গত ১১ই জানুয়ারি মা হয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) পত্নী অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। আর সদ্যজাত কন্যার সাথে সাথেই খুশির ঢল নেমেছে বিরুষ্কা পরিবারে। তবে, সদ্যজাত মেয়েকে নিয়ে চরম গোপনীয়তা বজায় রেখেছেন বিরাট ও অনুষ্কা।
পাপ্পারাজিদের প্রথম থেকেই কড়া ভাবে জানিয়েছিলেন যাতে তাদের প্রাইভেসি টুকু যেন উলঙ্ঘন না করা হয়। বিরাট কোহলি মেয়ে হবার খবরের সাথেই তাদের প্রাইভেসি যাতে নষ্ট না হয় তা জানিয়েছিলেন। বিরাট জানিয়েছিলেন জীবনের এই সুন্দরতম মুহূর্তটিকে তারা নিজেদের মত করেই কাটাতে চান। আর এটুকু যেন করতে পারেন তাঁরা।
অনুষ্কা শর্মার মা হবার পর কেটে গিয়েছে ১১ দিন। আজ মা হবার পর প্রথম প্রকাশ্যে এলেন অনুষ্কা শর্মা। বান্দ্রার ক্লিনিকেই বিরাট কোহলির সাথে গিয়েছিলেন। হয়তো মা হবার পর চেক আপ করানোর উদ্দেশ্যেই গিয়েছিলেন ক্লিনিকে। সেখানে হাজির হয়েছিল পাপারাৎজিরা, তবে পাপারাৎজিদের দেখে রাগ করেননি কেউই। বরং হাসিমুখে অনুরাগীদের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন।
পাপারাৎজিদের অনুরোধে বিরাট ও অনুষ্কা দুজনেই ছবির জন্য পোজ দিয়েছিলেন। আর মা হবার পর অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির এই ছবি ও ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। এদিন বিরাট কোহলিকে ফুল ব্ল্যাক ও অনুষ্কাকে ফুল ডেনিম পোশাকে দেখা গিয়েছে।
শুধু তাই নয়, মেয়ে হবার জন্য যে বেবিবাম্পি হয়েছিল, তা রীতিমত গায়েব হয়ে গিয়েছে এই কয়েকদিনের মধ্যেই। অভিনেত্রীকে বলতে গেলে আগের লাস্যময়ী ফিগারেই দেখা গিয়েছে এদিনে। যা দেখে অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছে। মা হবার মাত্র ২ সম্পাহের কম সময়ে কিভাবে এতটা ফিট অনুষ্কা!
View this post on Instagram