বর্তমানে সইফ ও কারিনা তাদের নবাগত সন্তানের অপেক্ষায় অধীর হয়ে আছেন। মাতৃত্বের স্বাদ পরম তৃপ্তিময়, আবারও সেই স্বাদ গ্রহণ করতে উৎসুক সইফ-কারিনা। অন্যদিকে তৈমুর ও তার খেলার সাথির জন্য অপেক্ষারত। তবে এই সব কিছুর উর্দ্ধে গিয়ে নবাগত সন্তানের জন্য এক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা।
সম্প্রতি বিরুষ্কা (Virushka) এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তারা তাদের সন্তানকে পাপারাৎজির সামনে না আনার মতো এক চরম সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শোনা যাচ্ছে সইফ-কারিনাও তাদের নতুন আগত সন্তানের জন্য এমন সিদ্ধান্তই নিতে চলেছেন।
কারিনা কাপুর খান তার দ্বিতীয় সন্তান ভুমিষ্ট হওয়ার পূর্বে নতুন বাড়িতে চলে গিয়েছেন, পুরোনো বাড়ি ছেড়ে। সইফ নিজের স্ত্রীর খুব যত্ন করছেন তার সন্তান আগমনের খবর পাওয়ার পর থেকেই। একজন জনপ্রিয় প্রযোজক খান দম্পতির এই গোপন সিদ্ধান্ত ফাঁস করে দিয়েছেন।
সইফ ও কারিনার শুভানুধ্যায়ীরা সোশ্যাল মিডিয়ার খবর পাওয়ার পর থেকে শুভেচ্ছা জানাচ্ছেন খান দম্পতিকে। খান দম্পতির এরূপ সিদ্ধান্ত গ্রহণের কথা ফাঁস হতেই কানা ঘুঁষো জল্পনা শোনা যাচ্ছে যে, সেলিব্রিটি দম্পতি বিরাট-অনুষ্কার সিদ্ধান্ত কি তবে ট্রেন্ড এ পরিণত হতে চলেছে? যা বলিউডেও ফলো করা হবে।