ওটিটি প্ল্যাটফর্ম আসার ফলে বর্তমানে চলচ্চিত্র ছাড়িয়ে ওয়েবসিরিজের রমরমা। স্বাভাবিকভাবে বিতর্কের ক্ষেত্রেও অগ্রাধিকার পেয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ। নেটফ্লিক্সের (Netflix) ‘লায়লা’ (Leila) হোক বা ‘স্যাকরেড গেমস’ (Sacred Games), ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে বারংবার। আর এইবারের বিক্ষোভ ও সমালোচনার লক্ষ্যে পড়েছে এমনই এক ওয়েব সিরিজ! সইফ আলী খান (Saif Ali Khan)- সুনীল গ্রোভর (Sunil Grover) অভিনীত ওয়েব সিরিজ ‘তান্ডব’ (Tandav)-এর বিরুদ্ধে এহেন অভিযোগ এনেছে কর্নী সেনা (Karni Sena) ও আরএসএস (RSS)-এর মত রাজনৈতিক দল।
ট্যুইটারে নির্মাতাদের বিবৃতি অনুযায়ী, “আমরা লক্ষ্য করছি ওয়েব সিরিজ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ক্রমশ বাড়ছে। তথ্যসম্প্রচার মন্ত্রকের তরফে আমরা জেনেছি যে বহু পিটিশন জমা পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে কথা বলে জেনেছি যে সিরিজের একাধিক দৃশ্য মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।” নির্মাতাদের মতে, “কারও আবেগকে আঘাত করা, কোনো ধর্মকে অপমান করা অথবা কোনও রাজনৈতিক দল, জীবিত বা মৃত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে ছোট করা তাণ্ডবের কলাকুশলী বা নির্মাতা, কারোরই উদ্দেশ্য নয়।”
সংবাদমাধ্যমের তরফে জানা গেছে, ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছেন ‘তাণ্ডব’ নির্মাতারা। সূত্রের খবর, গত ১৫ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে রিলিজের পর থেকেই বিতর্কে এই সিরিজ। নেটিজেনদের বক্তব্য, ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে এই সিরিজে। নানা সংগঠন ও ব্যক্তির তরফে আমাজন প্রাইম ভিডিও এবং সিরিজ নির্মাতারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে খবর।
সূত্রের খবর অনুযায়ী, সইফ আলি খান এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত সিরিজে ভগবান শিব ও ভগবান রামকে অপমান করার অভিযোগ তুলে সিরিজটির দৃশ্য খতিয়ে দেখার জন্য তথ্যসম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। অনিফিকে বিজেপি বিধায়ক রাম কদমও সমালোচনার ঝড় তুলেছেন। বিধায়কদের বক্তব্য, “ছবি বানানোর ক্ষেত্রে হিন্দু ধর্মের মানহানি নতুন অভ্যাসে দাঁড়িয়েছে। তবে শুধু দুঃখ প্রকাশ করলেই পার পাবেন না নির্মাতারা।” সূত্রের মতে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে হজরতগঞ্জ থানায় পরিচালক আলি আব্বাস জফর, লেখক গৌরব সোলাঙ্কি, প্রযোজক হিমাংশু কৃষ্ণা মেহরা এবং ভারতের আমাজন প্রাইম ভিডিও প্রধান অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
সংবাদমাধ্যম তরফে খবর, মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদমের দাবি, সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে নির্মাতাদের। পুলিশ আধিকারিকদের বক্তব্য, বিতর্ক যেভাবে দানা বেঁধেছে, তাতে সইফ সহ অন্যান্য কলাকুশলীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে প্রকাশ জাভড়েকরের কাছে এই সিরিজ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা। যদিও কলাকুশলীদের একাংশের মতে, ধর্মীয় ও রাজনৈতিক দোহাই দিয়ে এভাবে কন্ঠরোধ করতে থাকল বোবা হয়ে যাবে ভারতীয় চলচ্চিত্র।