Viral Video: রবিনহুড’ বললেও কিছু ভুল হয়না অভিনেতা সোনু সুদ-কে (Sonu sood)। সেই করোনাকাল থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে বিখ্যাত বলিউড তথা দক্ষিণী অভিনেতা সোনু সুদকে।
কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তো কখনও আবার স্মার্টফোনের জন্য পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রীদের দায়িত্ব নেওয়া, দরিদ্র পরিবারকে ইরিক্সা দিয়ে তাদের পাকাপাকি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার মত– একের পর এক মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যতই ‘সুপার হিরো’। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসা আর আশীর্বাদ কুড়িয়েছেন সোনু সুদ ৷
ইতিমধ্যেই দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অভিনেতার নামে একাধিক দোকান। তেলেঙ্গানায় তৈরি হয়েছে সোনু সুদের মন্দির। কলকাতার পুজো মন্ডপেও দেখা গেছে সোনুর মূর্তি। কিন্তু এত ভালোবাসা পেয়েও বিন্দুমাত্র অহংকার নেই অভিনেতার। তিনি একেবারে মাটির মানুষ।
সম্প্রতি অভিনেতাকে দেখা গেল সেলাই মেশিনে বসে কাপড় সেলাই করতে। সেই সেলাইয়ের ভিডিও নিজেই ট্যুইটারে পোস্ট করে অভিনেতা ক্যাপশানে মশকরা করে লিখেছেন, “এখানে সব রকম জামাকাপড় যত্নসহকারে সেলাই করা হয়। তবে ট্রাউজার্স এর জায়গায় স্নিকার হয়ে গেলে তার জন্য আমি দায়ী নই।”
এই ভিডিও দেখে বেজায় খুশি অভিনেতার অনুরাগীরা। সকলেই কমেন্টে তাকে উৎসাহে ভরিয়ে দিয়েছেন, কেউ লিখেছেন “আপনার মত ঈশ্বরের হাত থেকে যা পাই তাতেই খুশি”, কেউ বা লিখেছেন “আপনি ছুঁলেই তা সোনা হয়ে যায়”। সকলের শ্রদ্ধা ভালোবাসাই আগামীতে আরও কাজ করার অনুপ্রেরণা জোগাচ্ছে সোনুকে।
Sonu Sood tailor shop.
यहां मुफ्त में सिलाई की जाती है।
पैंट की जगह निकर बन जाए, इसकी हमारी गारंटी नहीं 😂 pic.twitter.com/VCBocpUSum— sonu sood (@SonuSood) January 16, 2021