বলিউড (Bollywood) গানের রানী নেহা কক্কর (Neha Kakkar)। গত বছর অক্টোবর মাসে পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংকে (Rohanpreet Singh) বিয়ে করেছেন নেহা কক্কর। বিয়ের আগের ফটোশুট থেকে শুরু করে বিয়ে, হানিমুন এমনকি বিয়ের পরের প্রচুর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিয়েতেও নাকি বলিউডের কপি করেছেন নেহা এই নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয়। সব মিলিয়ে বিয়ের পর থেকে সংবাদ শিরোনামে ছিলেন নেহা কক্কর।
এমনকি বিয়ের পর হানিমুন থেকে শুরু করে বাড়ি ফিরে স্বামী রোনাহপ্রীতের সাথে একাধিক রোমান্টিক ভিডিও শেয়ার করেছিলেন নেহা কক্কর। আর সেই রোমান্টিক ভিডিওগুলি ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। নেহা নিজের বিয়ে নিয়ে একটি গানের অ্যালবাম পর্যন্ত বানিয়েছেন যার নাম ‘নেহা দা বেয়া’। গানের ভিডিওতে দুজনের রোমান্স দেখবার মত ছিল। আসলে দুজনেই একেবারে পারফেক্ট জুটি হিসাবে মানেন নিজেদেরকে।
সোশ্যাল মিডিয়াতে নেহা কক্কর ও রোহানপ্রীত উভয়েই বেশ সক্রিয়। মাঝে মধ্যেই নিজেদের নিত্য নতুন ছবি ও ভিডিও শেয়ার করে মাতিয়ে রাখেন ভক্তদের। সম্প্রতি নেহা কক্কর একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে যা দুরন্ত গতিতে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে স্বামী রোহানপ্রীতকে কতটা ভালোবাসেন নেহা সেটাই বলতে চেয়েছেন। ভিডিও শেয়ার করে ক্যাপশনে ‘I Love You’ লিখে রোহানপ্রীতকে ট্যাগ করেছেন নেহা কক্কর।
ভিডিও শেয়ার হবার পরেই রোহানপ্রীত ওই পোস্টে কমেন্ট করেছেন। রোহানপ্রীত বলেছেন, ‘তোমাকে আগলে রাখাই হল আমার জীবনের সবথেকে দরকারি কাজ। আর এটা আমি শুরু এই জন্মে নয় বরং জন্ম জন্ম ধরে করতে চাইবো। লাভ ইউ টু বাবু’। নেহা কক্করের এই ভিডিও শেয়ার হবার পর থেকেই সুপার ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ভিডিওতে ৭ লক্ষ ৬২ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে।
View this post on Instagram