বলিউড অভিনেতা অজয় দেবগনের (Ajay Debgan) অভিনীত ছবি ‘দৃশ্যাম (Drishyam)’। ছবিটি ২০১৫ সালে রিলিজ হয়েছিল, ছবিটি দর্শক মহলে বেশ প্রশংসিতও হয়েছিল। ছবিতে অজয় দেবগন ছাড়াও তাবু ও শ্রিয়া সরন অভিনয় করেছিলেন। ছবির কাহিনীটা ছিল বাকি সমস্ত ছবির থেকে একেবারে আলাদা। ছবিটি ২০১৩ সালের একটি মালায়লাম ছবির রিমেক ভার্শন যার পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত।
দৃশ্যাম ছবিতে বিজয় সরগাঁওকারের চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন। ছবিতে সিনেমাপ্রেমী হিসাবে দেখানো হয়েছিল অজয়কে। সে পুলিশকে নাকানি চোবানি খাইয়ে খোকা দিয়েছিলো। কিন্তু তখন হয়তো ছবির পরিচালক ভাবতেও পারেননি যে কেউ এই ছবি দেখেই তৈরী করবে ক্রাইম সিনের মাস্টার প্ল্যান। কিন্তু দুৰ্ভাগ্যবশত এমনটাই হয়েছে।
পুলিশ ৩৪ বছরের সুরজ হারমালকার (Suraj Harmalkar) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সুরজ দীর্ঘ ৬ বছর ধরে ৩২ বছরের অমিতা মোহিতের (Amita Mohit) সাথে সম্পর্কে ছিলেন। অমিতার পরিবারের তরফ থেকে সম্মতিও ছিল সম্পর্কে কারণ তারা বিয়েও করবেন ঠিক হয়েছিল। ২০২০ এর অক্টোবর মাসে সুরজ ও অমিতা দুজনে বিয়ের কেনাকাটার জন্য বেরিয়েছিল, কিন্তু তারপর থেকে বাড়ি ফেরেনি অমিতা। এমনকি অমিতার সাথে কোথাও হয়নি পরিবারের কারোর, শুধু মাত্র চ্যাটে জানা গিয়েছিলো তারা নাকি বিয়ে করে সুরজের বাড়ি চলে গিয়েছে।
এই ঘটনারপর অমিতার পরিবার সুরজের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল। কিন্তু সুরজ দেখা করতে বা কোনোৰথম যোগাযোগ করতে অস্বীকার করে। অমিতার পরিবার সুরজকে ভালো হিসাবেই চিনত তাই তাঁরা ব্যাপারটিকে সেভাবে গুরুত্ব দেননি ও কোনো পুলিশে রিপোর্ট করেননি এই বিষয়ে। তবে, মুশকিল তখন হল যখন অমিতার পরিবারের লোক সুরজকে গত সপ্তাহে দেখতে পে বৈসারে। তখন তারা অমিতার সাথে দেখা করতে চাইলে সুরজ সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরেই সুরজের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে অমিতার পরিবার।
এরপর যেমনটা জানা যাচ্ছে সুরজকে পুলিশ ধরে ও তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ভয়ংকর তথ্য সামনে আসে। সুরজ অমিতাকে বিয়ে করতে চায়নি, কিন্তু অমিতা চাপ দিচ্ছিলো সুরজকে। তখন সুরজ বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করে অমিতাকে। এরপর একটি ফ্লাট ভাড়া নেই সুরজ, সেখানে কাপড়, প্লাস্টিক দিয়ে মুড়ে সুরজ অমিতার মৃতদেহ বাথরুমের দেওয়ালে রেখে সিমেন্ট করে দেয়। এরপর নিয়মিত ওই ফ্লাট পরিদর্শনও করে সুরজ যাতে কোনো বাজে গন্ধ বেরোচ্ছে কিনা চেক করা যায়। সুরজ কিভাবে এই গোটা কাজ করল আর কথা থেকে এই আইডিয়া পেল জিজ্ঞাসা করে পুলিশ। তখন সামনে আসে চাঞ্চল্যকর তথ্য, সুরজের মতে সে দৃশ্যাম ছবি থেকেই অনুপ্রেরণা নিয়েছিল এই গোটা কাজের।