টলিউডের (Tollywood) মোনালিসা (Monalisa) বর্তমানে বেশ পরিচিত। ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে উন্মুক্ত ক্লিভেজে হট অ্যান্ড সেক্সি লুকে ঝুমা বৌদির (Jhuma Boudi) দুর্দান্ত অভিনয় আজ বাঙালি পুরুষ মনে জোয়ার তোলে। সোজা ভাষায় বলতে গেলে মোনালিসা মানেই পুরুষদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনার পারদ। আর মোনালিসার ছবি মানেই দেওরদের ঘুম ওড়ার জোগাড়।
একদা ভোজপুরী, তামিল ও ওড়িশা ইন্ডাস্ট্রি কাঁপানো এই ‘আইটেম গার্ল’ এখন টলিউডের ঝুমা বৌদি হিসাবে ব্যাপক জনপ্রিয়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। পুরুষ ভক্তদেরকে একেরপর এক হট ছবি উপহার দিয়ে মাতিয়ে রাখেন অভিনেত্রী। অভিনেত্রীর নতুন ছবি দেখার জন্য চাতকের মত অপেক্ষায় থাকেন তার অনুগামীরা। তাই অভিনেত্রীর ছবি শেয়ার হওয়া মাত্রই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পরে সেই ছবি।
বাঙালির মনে উথালি পাতালি করা ঝুমা বৌদি মানে মোনালিসা কিন্তু বিবাহিত। ২০১৭ সালের ১৭ই জানুয়ারী জনপ্রিয় টিভি রিয়ালিটি শো বিগ বসের ঘরে ভিক্রান্ত সিং রাজপুতকে (Vikrant Singh Rajput) বিয়ে করেন মোনালিসা। সম্প্রতি অভিনেত্রী তার চার বছরের বিবাহ বার্ষিকী পালন করেছেন স্বামী ভিক্রান্তের সাথে। সোশ্যাল মিডিয়াতে মোনালিসা তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন।
ছবিতে একেঅপরকে আদোরে ভরিয়ে দিয়েছেন দুজনেই। বিবাহ বার্ষিকী উপলক্ষে চকলেট কেক কেটেছেন মোনালিসা। আর সেটা ভিক্রান্তকে খাইয়েও দিয়েছেন নিজের হাতে। কেক খাওয়ানোর ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন, ‘এই ভাবেই আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী কাটল’।
এছাড়াও এদিন ভিক্রান্তের সাথে একাধিক ছবি শেয়ার করেছেন মোনালিসা। যে ছবিগুলিতে বরের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে ঝুমা মৌদি তথা মোনালিসাকে। বিয়ের পর চার বছর কেটে গেলেও দুজনের অসম্পর্কে এখনো যে রোমান্স তুঙ্গে রয়েছে তা দম্পতির ছবি দেখলেই স্পষ্ট।
তবে, বিয়ে নিয়ে অনেকেই সেই সময় অনেক মন্তব্য করেছিল। অনেকেই বলেছিলেন যে বিয়া নাকি শুধুমাত্র পাবলিসিটি স্ট্যান্ট ও পয়সার লোভে। কিন্তু, মোনালিসা ও ভিক্রান্ত সেটা মিথ্যা প্রমান করে দিয়েছেন। শুধু তাই নয় এবার দুই থেকে তিন হবারও নাকি প্লানিং করছেন মোনালিসা।