• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান! আজ থেকে করোনার যুদ্ধে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে শুরু হল টিকাকরণ

আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা। আজ শনিবার ১৬ ই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে করোনা টিকাকরণ পক্রিয়া। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই শুরু হচ্ছে এই করোনা কোভিশিল্ড (Covishield) টিকাকরণ। আজ সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টিকাকরণের শুভ সূচনা করেন। এদিন মোদীজি জানিয়েছেন, এটা  একটি ঐতিহাসিক দিন। ইতিহাসে এতবড় টিকাকরণ কর্মসূচী  আগে কখনো হয়নি, আজই প্রথম। সাথে মোদীজি এও বলেন, ‘টিকাকরণ শুরু হয়েছে মানেই এই নয় যে করোনা শেষ বা করোনা যুদ্ধে জয় লাভ হয়েছে। করোনা থেকে সাবধান  থাকতে হবে, তার জন্য সামাজিক দূরত্ব বিধি, মাস্ক  ব্যবহার বজায় রাখতে হবে।

first batch of Covishield corona vaccine করোনা টিকাকরণ কোভিশিল্ড

   

আজ থেকেই পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এই টিকাকরণ। যেমনটা জানা যাচ্ছে মোট ২১২টি কেন্দ্রে মিলবে এই কোভিশিল্ড নামক টিকা। ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির এই টিকা ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে, কলকাতায় মোট ১৯টি টিকাকরণ কেন্দ্র রয়েছে। যেমনটা জানা যাচ্ছে প্রতিটি কেন্দ্রে ১০০ জন ব্যক্তিকে টিকা দেওয়া হবে। টিকাকরণের প্রথম ধাপে প্রথম সারির করোনা যোদ্ধাদের দেওয়া হবে এই টিকা।  প্রথমসারি বলতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে বোঝানো হয়েছে।

যারা টিকা নেবেন তাদের নামের তালিকা আগে থেকেই তৈরী করা হয়ে গিয়েছে। এই  রাজ্যে প্রায় ৬ লক্ষ স্বাস্থকর্মীকে টিকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী মোট তিনটি দফায়  হবে এই টিকাকরণ। প্রথম ধাপের টিকা নেবার ২৮ দিন পর দ্বিতীয় বার টিকা নিতে হবে। তবে, প্রথম টিকা যদি কোভিশিল্ড নিয়ে  থাকেন তাহলে দ্বিতীয় দফাতেও একই টিকা নিতে হবে। এই গোটা বিষয়টির ওপর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নজর রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

site