সত্যি আজব এ দুনিয়া। প্রতিদিন কত শত আজব ঘটনা ঘটে চলেছে আমাদের আশে পাশে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর (Viral Video) দৌলতে কত অদ্ভুত কাণ্ড কারখানাই না দেখতে পাওয়া যায়। আমাদের চারিপাশের আজব ঘটনার বেশিরভাগই আমাদের অজানা। তবে আজকাল সোশ্যাল মিডিয়ার দয়ায় সেটা জানা সহজ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওগুলিতে আমাদের চারিপাশের সমস্ত ঘটনা থেকে শুরু করে বিশ্বের প্রতিটি প্রান্তের নানান জিনিস চোখে পড়ে সাধারণ মানুষের।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে যেমন হাস্যকর জিনিস দেখতে পাওয়া যায়, তেমনি অবাক করে দেবার মত কিছু কাণ্ড কারখানাও দেখতে পাওয়া যায়। আবার মাঝে মধ্যে ভয়ংকর কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে। কখনো রাস্তার মাঝে হাতি বাস দাঁড় করিয়ে কলা চুরি করে খেয়ে নেয়, তো কখনো আবার সন্তানদের প্রাণ বাঁচাতে মা মুরগি প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে বিষধর সাপের সাথে। আবার কেউ দুর্দান্ত নাচ আর গানের মধ্যে দিয়ে নেটিজনদের মুগ্ধ করে দেয়, এমন হাজারো ভিডিও রোজ দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে ৯ মাসের গর্ভবতী (Pregnent) এক মহিলাকে বেলি ড্যান্স (Belly Dacne) করতে দেখা যাচ্ছে। বেলি ড্যান্স যথেষ্ট কঠিন একটি নাচ। অনেকেই স্বাভাবিক অবস্থায় এই নাচ করতে হিমশিম খেয়ে যান। সেখানে গর্ভবতী অবস্থায় তাঁর সেই দুঃসাহসিক নাচ দেখে মুদ্ধ নেটিজেনরা। তার সাথে নেটিজেনরা হতবাক তাঁর এই নৃত্য সাধনা দেখে। ভিডিওটি খানিক পুরোনো বলেও বর্তমানে তা আবার বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।