Sourav Banerjee
আজ আলিপুরের ওপেন থিয়েটার ‘উত্তীর্ণ’-তে অনুষ্ঠিত হচ্ছে ত্বরিতা-সৌরভের বিবাহ অনুষ্ঠান। বিয়ের গ্রান্ড রিসেপশন হবে আগামী ১৭ই জানুয়ারি অর্থাৎ আগামী কাল। সেটাও ‘উত্তীর্ণ’তেই হবে বলে জানা যাচ্ছে।
যেমনটা জানা যাচ্ছে ত্বরিতার বিয়ের গ্রান্ড রিসেপশনে হাজির থাকবেন এক ঝাঁক তারকারা।
ত্বরিতার বিয়েতে হাজির হয়েছেন অভিনেত্রীর প্রিয় বন্ধু ও বান্ধবীরা। অভিনেত্রীর গায়ে হলুদের কিছু ছবি শেয়ার করেছেন ত্বরিতার প্রায় বান্ধবী সন্দীপ্তা সেন। ছবি শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
গায়ে হলুদের অনুষ্ঠানে অভিনেত্রীকে দারুন সুন্দর দেখাচ্ছে। প্রিয় বান্ধবী তথা অভিনেত্রী সন্দীপ্তার সাথে গায়ে হলুদের একটি ছবি শেয়ার হয়েছে ত্বরিতার। ছবিতে হলুদ রঙের শাড়ি আর রানী কালারের ব্লাউজে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
এরআগে ত্বরিতার সংগীত ও মেহেন্দির একাধিক ছবি শেয়ার হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। ছবিগুলি শেয়ার হবার পড়ি ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। আর হবে নাই বা কেন রানী রাসমণি সিরিয়ালের অভিনেত্রীর বিয়ে বলে কথা।