বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় অভিনেতা। প্রায়শই নানান বিষয়ে টুইট করেন বিগ বি। বর্তমানে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায়না অমিতাভজীকে। তবে, করোনাকালে মোবাইলের কলার টিউনে সকলেই তাকে শুনেছেন আশা করি। এছাড়াও টিভি রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে দেখতে পাওয়া যায় অভিনেতাকে। অনেক সময় ট্রোলডও হয়েছেন অভিনেতা পোস্ট করে, যেমন একবার পোস্টের মধ্যে ভুল বানানের কারণে ট্রোলড হয়েছিলেন।
সম্প্রতি অমিতাভ বচ্চন টুইটারে টিম ইন্ডিয়ার বিষয়ে একটি মজার তথ্য শেয়ার করে পোস্ট করেছেন। আর সেই পোস্টের কারণে ট্রোলের শিকার হয়েছেন বিগ বি। সকলেই জানেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) ও অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোল আলো করে জন্ম নিয়েছে এক কন্যা সন্তান। কিন্তু এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট কোথাও দেখতে পাওয়া যায়নি একরত্তির ছবি। বিরুষ্কা ভক্তরা তসদ্যোজাতের ছবি দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।
এমন সময় বিগ বি ক্রিকেটারদের নামের একটি তালিকা প্রকাশ করেছেন যাদের মেয়ে সন্তান হয়েছে। এই তালিকায় রয়েছে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), উমেশ যাদব (Umesh Yadav), মহম্মদ শামি (Md Shami), রোহিত শর্মা (Rohit Sharma), গৌতম গম্ভীর (Gautam Gambhir), সুরেশ রায়না (Suresh Rayna), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সহ মোট ১১ জনের নাম। এদের প্রত্যেকেই কন্যা সন্তানের বাবা। পোস্ট করে তিনি লিখেছেন যে একটি ভবিষ্যতের মহিলা ক্রিকেট দল গঠন করা হচ্ছে। এই পোস্টের সাথে লিখেছেন, ‘আরে ধোনিরও তো মেয়ে। ও কি তবে ক্যাপ্টেন হবে?’
T 3782 – An input from Ef laksh ~
"… and Dhoni also has daughter .. will she be Captain ? 🙏'' pic.twitter.com/KubpvdOzjt
— Amitabh Bachchan (@SrBachchan) January 13, 2021
এই পোস্টটি করার পর থেকেই ট্রলার মুখে পড়েছেন অমিতাভ বচ্চন। এক নেটিজন এই টুইটের উত্তরে লিখেছেন, ‘এটা তো মোটেও জরুরী নয় যে ধোনি ক্যাপ্টেন বলে তার মেয়েকেই ক্যাপ্টেন হতে হবে! উদাহরণ স্বরূপ আপনার ঘরের দিকেই নজর দিন’। অর্থাৎ ওই নেটিজেন তার ছেলে অভিষেক বচ্চনের দিকে তীর ছুঁড়েছেন। বাবা বিখ্যাত অভিনেতা হলেও ছেলে সেভাবে নাম করতে পারেনি অভিনয় জগতে।
Esa jaruri thodi he dhoni captain tha to uski daughter bhi captain ho … Example apne ghar se le sakte he 😓
— Nefeliii (@nefelibataa__) January 14, 2021