আজকাল আট থেকে আশি সকলেই সোশ্যাল মিডিয়াতে মত্ত। আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর (Viral Video) ছড়াছড়ি আজ কিছু তো কাল কিছু ভাইরাল হতেই থাকছে রোজই। কখনো হাসি মজার ভিডিও তো কখনো আজব সব ভিডিও। আবার মাঝে মধ্যে মানুষের আজব কান্ড কারখানায় ভাইরাল হয়ে পড়ে। অনেকে আবার নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব অল্প সময়েই প্রচুর সংখ্যক দর্শকদের সামনে পৌঁছে যাওয়া যায়।
অক্টোবর মাসে একটি গান রিলিজ হয়েছিল ‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা (Tumpa Sona Song)। ‘ বর্তমানে গানটি সুপার ভাইরাল হয়ে পড়েছে। ছোট থেকে বড় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই যেন টুম্পা ফিভারে আছেন। বাঙালির মনে ব্যাপক সারা ফেলেছে গানটি। কখনো পাড়ার বৌদির ‘টুম্পা’ গানে তুমুল নাচছেন তো কখনো সেলিব্রিটিরা কোমর দোলাচ্ছেন টুম্পা গানে। বাংলায় টুম্পা সোনা গানটি ভাইরাল গানের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে ইতিমধ্যেই।
কিছুদিন আগেই খুদে এক ছেলেকে সেলুনে চুল কাটতে গিয়ে টুম্পা সোনা গানে নেচে উঠতে দেখা গিয়েছিল। ছোট্ট খুদের সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি আরেক খুদের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে মাত্র কয়েক মাসের একটি শিশুকে দেখা যাচ্ছে। শিশুটি ক্রমশ কেঁদেই চলেছে। কিছুতেই থামানো যাচ্ছে না তার কান্না। এমন সময় ছেলের কান্না থামাতে বাবা ফোনে ভাইরাল গান ‘টুম্পা সোনা দুটো হাম্পি দেনা’ চালাতেই একেবারে চুপ খুদে।
টুম্পা গান শুনেই উধাও কান্না। ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে টুম্পা গানের ভিডিও দেখছে একরত্তি ছেলে। একরত্তির কান্ড দেখে হেসেই খুন নেটিজেনরা। খুদের এই কাণ্ডের ভিডিও প্রানে সরকার তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই তা নিমেষে ভাইরাল হয়ে পড়েছে।