টেলিভিশনে ‘বোঝে না বোঝে না’ সিরিয়াল থেকেই ধীরে ধীরে বাঙালির মনে ঝড় তুলতে শুরু করেছিল পাখি ওরফে মধুমিতা সরকার (Madhumita Sarkar)। তারপর কেটে গেছে বেশ কিছুটা সময়। সম্প্রতি প্রীতম দাসগুপ্তের ছবি ‘লভ আজকাল পরশু’ ছবিতে সেই মিষ্টি মেয়ে পাখির এমন মোহময়ী রূপে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল দর্শকদের। তার বোল্ড চাহনি, সুঠাম শারিরীক গঠন, আবেদনময়ী ভঙ্গিতে যে কেউই ভিরমি খেতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজেকে হট অবতারে মেলে ধরেন তিনি।
‘লভ আজকাল পরশু’র মধুমিতা-অর্জুনের জুটি বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে টলিপাড়ায়। এবার সেই জুটিই ফিরছে ওটিটি-তে।আসছে ‘দেবদাস ও একটি খুনের গল্প’। এই সিরিজেও প্রধান ভূমিকায় দেখা যাবে অর্জুন এবং মধুমিতাকে। থ্রিলারে মোড়া এই সিরিজকে জমিয়ে রাখবে রহস্যের টান টান উত্তেজনা। এছাড়াও সম্প্রতি অভিনেত্রীর টলিউড ছবি চিনি মুক্তি পেয়েছে। চিনি ছবিতে বিখ্যাত অভিনেত্রী অপরাজিতার সাথে অভিনয় করেছেন মধুমিতা। ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় মধুমিতা। ১১ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর সোশ্যাল মিডিয়াতে। সেখানে নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন মধুমিতা আর অনুগামীরা রীতিমত অপেক্ষায় থাকে মধুমিতার ছবির জন্য। পোস্ট করা মাত্রই মধুমিতার ছবি ভাইরাল হয়ে পরে নিমেষে। সম্প্রতি মধুমিতা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ট্র্যাপসপারেন্ট ব্ল্যাক টপের সাথে টাইট প্যান্টে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে। আর পাতলা টপের মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে অন্তর্বাস। মধুমিতার এমন ছবি শেয়ার হবার পর থেকেই তা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।