• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যি বিস্ময়কর এই পৃথিবী! প্রতিবছর এই জায়গায় আকাশ থেকে বৃষ্টির মত ঝড়ে পরে মাছ

এই পৃথিবীতে অনেক এমন ঘটনা রয়েছে যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত মানুষ দিতে পারেনি। এমনকি বৈজ্ঞানিকরাও অনেক সন্ধান করে দিতে পারেননি। তবে, এমন কিছু ঘটনাও রয়েছে যা প্রথমে অদ্ভুত মনে হলেও পরে তার যথাযথ কারণ বলতে সক্ষম হয়েছিলেন বিজ্ঞানিরা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল খবর (Viral News) গুলির মধ্যে দিয়ে আমরা এরখম জিনিস সম্পর্কে জানতে পারি।

বর্ষাকালে বৃষ্টি হয় এটা তো সকলেই জানেন, সাথে ও জানেন যে বৃষ্টি হলে আকাশ থেকে জল ঝরে পরে পৃথিবীর বুকে। তিনেক  সময় আবহাওয়া যদি ঠান্ডা হয় তাহলে বৃষ্টির জলবিন্দু গুলি বরফের আকারে ঝরে পড়ে সেক্ষেত্রে এই ঘটনাকে শিলাবৃষ্টি বলে। আবার বরফের দেশে আকাশ থেকে বরফ পড়তে দেখা যায়  প্রায়শই সেই ঘটনাকে বরফপাত বলে। কিন্তু জানেন কি আমাদের পৃথিবীতেই এমন এক জায়গা আছে যেখানে মাছের বৃষ্টি (Fish Rain) হয়! হ্যাঁ ঠিকই শুনেছেন, মাছের বৃষ্টি।

   

হন্ডুরাস নামের একটি জায়গা রয়েছে যেখানে নাকি বছরের একটা নির্দিষ্ট সময় আকাশ থেকে মাছ ঝরে পড়ে। এই অবাক করে দেওয়া ঘটনাটিই মৎসবৃষ্টি নাম পরিচিত। মধ্যে আমেরিকায় অবস্থিত হন্ডুরাসের ইয়োরো নামের এলাকায় বছরের দুবার আকাশ থেকে হাজারো মাছ এসে আছড়ে পড়ে। যার কোনো ব্যাখ্যা আজ খুঁজে পাওয়া যায়নি। কারণ ইয়োরো সমুদ্র থেকে বেশ কিছু মাইল দূরে অবস্থিত। সুতরাং ঝোড়ো হওয়াতেও মাছ উড়ে আসার সম্ভাবনা প্রায় নেই।

মাছের বৃষ্টি Fish Rain Honduras America হন্ডুরাস

যেমনটা জানা যায় ১৮০০ সল্ থেকেই প্রতিবছর মে মাসে এই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকে ইয়োরোবাসীরা। জুন এমাসে এই এলাকায় তীব্র ঝড় হয় যার ফলেই হয়তো এই ধরণের অদ্ভুত ঘটনা ঘটে। তবে, মুশকিল হল শুধু মাছ নয়, মাঝে মধ্যে  মাছের সাথে ব্যাঙ, সাপ, জেলিফিশ ইদ্যাদিও চলে আসে  ওই ঝড়ে। যার ফলে সাধারণ মানুষের স্বাবাবিক জীবন বিপন্ন হয়ে পরে।

site