সত্যি আজব এ দুনিয়া। প্রতিদিন কত শত আজব ঘটনা ঘটে চলেছে আমাদের আশে পাশে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওর (Viral Video) দৌলতে কত অদ্ভুত কাণ্ড কারখানাই না দেখতে পাওয়া যায়। আমাদের চারিপাশের আজব ঘটনার বেশিরভাগই আমাদের অজানা। তবে আজকাল সোশ্যাল মিডিয়ার দয়ায় সেটা জানা সহজ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওগুলিতে আমাদের চারিপাশের সমস্ত ঘটনা থেকে শুরু করে বিশ্বের প্রতিটি প্রান্তের নানান জিনিস চোখে পড়ে সাধারণ মানুষের।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে যেমন হাস্যকর জিনিস দেখতে পাওয়া যায়, তেমনি অবাক করে দেবার মত কিছু কাণ্ড কারখানাও দেখতে পাওয়া যায়। আবার মাঝে মধ্যে ভয়ংকর কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে। কখনো রাস্তার মাঝে হাতি বাস দাঁড় করিয়ে কলা চুরি করে খেয়ে নেয়, তো কখনো আবার সন্তানদের প্রাণ বাঁচাতে মা মুরগি প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে বিষধর সাপের সাথে। এমন হাজারো ভিডিও রোজ দেখতে পাওয়া যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। আবার অনেকেই হেসে লুটোপুটি খাচ্ছেন। এখন শীত কাল চলছে, আর শীত কালে জল থেকে অনেকেই ভয় পান। বিশেষত ঠান্ডায় স্নান করতে হবে মনে পড়লেন যেন গায়ে জ্বর আসে কিছু লোকেদের। তাই শীতকালে স্নান মানেই গরম জল একেবারে আবশ্যক। ভিডিওটি শীতকালে স্নান করার এক অবাক করা অভিনব ও ভয়ংকর পদ্ধতি দেখা যাচ্ছে ভিডিওতে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে জ্বলন্ত উনুনের ওপর কড়াইয়ের মধ্যে বসে আছে। আসলে বসে নেই কড়াইতে কিছু জল আছে, আর সেই জল একটা ছোট পাত্রে নিয়ে মাথায় ঢালছে সে। অর্থাৎ গরম জলে স্নান করছে বাচ্চাটি। শীত কালে ঠান্ডা জলে স্নান করতে ভয়তো অনেকেই পায়। তাবলে এই ভাবেও স্নান করা যায় তা দেখে অবাক নেটিজেনরা। ভিডিও শেয়ার হবার পর থেকেই তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। আর ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে উঠেছে হাসির রোল।