• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিং শেষে সেটের মধ্যেই তুমুল ঝগড়ায় জড়াল মিঠাই সিরিয়ালের দিয়া! তুমুল ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘সীমারেখা’ তে বিন্দির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিয়া মুখার্জী (Diya Mukherjee)। সিরিয়ালে দিয়ার অভিনয় নজর করেছিল সকলেরই। অবশ্য শুধু এই সিরিয়ালের নয়, এরপের আরো কিছু সিরিয়ালে দেখা গিয়েছে দিয়া মুখার্জীকে। সম্প্রতি ‘মিঠাই (Mithai)’ নামক একটি সিরিয়াল শুরু হয়েছে জি বাংলার পর্দায়। সেই সিরিয়ালে মূল চরিত্র মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করছেন দিয়া মুখার্জী।

মিঠাই সিরিয়ালে গ্রাম বাংলার জনপ্রিয় মিষ্টি মনোহরা মিষ্টির কাহিনীকেই তুলে ধরা হয়েছে। গল্পে মিঠাই নিজে হাতে এই মনোহরা মিষ্টি বানায়। আর মনোহরা বানিয়ে গ্রাম থেকে সাইকেল চালিয়ে কলকাতায় মিষ্টি নিয়ে আসে মিঠাই। মিষ্টি এনে তা বিক্রি করে কলকাতার বাড়িতে বাড়িতে। মিষ্টি বিক্রি করতে করতেই দক্ষিণ কলকাতার বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী পরিবারে হাজির হয়  মিঠাই। সিদ্ধেশ্বরী মোদকের প্রতিষ্ঠাতা অর্থাৎ মোদক বাড়ির লোকেরা অর্ধ শতাব্দী ধরে মিষ্টির ব্যবসা করে আসছেন।

   

দিয়া মুখার্জী Diya Mukherjee

মোদক বাড়িতে এসে মনোহরা মিষ্টি খাইয়ে দারুন প্রসংশিত হয় মিঠাই। কিন্তু পরিবারের সকলের থেকে প্রশংসা পেলেও বাড়ির ছেলে সিড বা সিদ্ধার্থের থেকে প্রশংসা তো দূরের কথা তাকে মিষ্টি খাওয়াতে পর্যন্ত পারেনি মিঠাই! সিরিয়ালের এই গোমড়ামুখো হিরো সিদ্ধার্থকে মানিয়ে নেওয়ার গল্পই দেখানো হচ্ছে সিরিয়ালে।

মিঠাই ওরফে দিয়া মুখার্জী কিন্তু সোশ্যাল লাইফে বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। বিশাল সংখ্যা অনুগামীরা তার ছবি ও ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। প্রিয় অভিনেত্রী কিছু শেয়ার করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল করে দেন অনুগামীরা।

দিয়া মুখার্জী Diya Mukherjee

সম্প্রতি মিঠাই এর একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে ঝগড়া করতে দেখা যাচ্ছে মিঠাইকে। শুটিংয়ের মাঝেই সহ অভিনেত্রীর সাথে ঝগড়া শুরু করেছেন মিঠাই। আসলে ব্যাপারটা তেমন কিছু না। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ‘টোডা কুত্তা’ বলে একটি  গান বেশ ফেমাস হয়েছে। এবার সেই জনপ্রিয় গানেই রিল ভিডিও বানিয়ে শেয়ার হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

site