প্রেম এই শব্দটার সাথে সবারই পরিচিতি আছে। জীবনে একবার না একবার প্রেম সকলেরই আসে। অনেকের আবার একাধিক বার আসে। তবে, সত্যি বলতে কি হয়তো অনেকেরই জীবনে আজকাল একাধিক প্রেম এসে থাকে। ছোট বেলার প্রথম পছন্দের মানুষটিকে কি আর সকলের পাওয়া হয়ে ওঠে! কিন্তু প্রথম প্রেমের সেই অনুভূতিও যে ভোলার মত নয়। সারাজীবন সেই প্রথম প্রেমের অনুভূতি মনের মধ্যে গেঁথে যায়।
প্রথম প্রেমের অনুভূতি প্রত্যেকেরই আলাদা আলাদা হয়ে থাকে। কেউ বলেন প্রথমবার তার মনের মানুষকে দেখেই সেই বুঝে গিয়েছিল যে সে তাঁর প্রেমে পরে গেছে। আবার কেউ বলে প্রিয়জনকে দেখেই যেন হাজারো চাঁদ তারায় ভোরে গিয়েছিলো আকাশ, বেজে উঠেছিল গিটার আরো কত কি!আবার অনেকে নিজেকে হওয়ার থেকেও হালকা অনুভব করেছিলেন প্রথমবার প্রেমে পড়ার পর।
কিছুদিন আগেই উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জীর (Gourab Chatterjee) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার (Deblina Kumar)। এবার নিজের প্রথম প্রেমের অনুভূতির কথা শেয়ার করলেন। বললেন যে প্রথম বার প্রেমে পরে নিজেকে কিরখম মনে হয়েছিল তাঁর। যদিও অভিনেত্রী তাঁর প্রথম প্রেমের কথা বলেননি। তবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে দেবলীনা একটি ছবি শেয়ার করেছেন। যাতে একটু গরুকে উড়তে দেখা যাচ্ছে। সাথে শেয়ার করা ছবিতে লেখা আছে ‘ উড়ন্ত গরু দেখে অবাক হোচ্ছ! অবাক হওয়ার কিছু নেই। প্রথম প্রথম প্রেম করার সময়, তুমিও এইভাবেই উড়েছিলে’।
অভিনেত্রীর এই ছবি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। অনেকেই এই ছবি দেখে চিন্তায় পরে গিয়েছেন তবে কি দেবলীনা কুমার নিজেও প্রথম প্রেমে এই ভাবেই নিজেকে উড়ন্ত গরুর মত কল্পনা করেছিলেন? সাথে অনেকে নিজেদের প্রথম প্রেমের স্মৃতির পাতা উল্টে খুঁজে দেখতে শুরু করেছেন নিজেদেরকে।