আমাদের চারিপাশে কতশত আজব ঘটনা ঘটে চলেছে হামেশাই। তার বেশিরভাগই আমাদের অজানা, তবে আজকাল সোশ্যাল মিডিয়ার দয়ায় সেটা জানা সহজ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) চোখে পড়ে। আর এই ভাইরাল ভিডিওগুলিতে আমাদের চারিপাশের সমস্ত ঘটনা থেকে শুরু করে বিশ্বের প্রতিটি প্রান্তের নানান জিনিস চোখে পড়ে সাধারণ মানুষের।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে যেমন হাস্যকর জিনিস দেখতে পাওয়া যায়, তেমনি অবাক করে দেবার মত কিছু কাণ্ড কারখানাও দেখতে পাওয়া যায়। আবার মাঝে মধ্যে ভয়ংকর কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় এই ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে। কখনো রাস্তার মাঝে হাতি বাস দাঁড় করিয়ে কলা চুরি করে খেয়ে নেয়, তো কখনো আবার সন্তানদের প্রাণ বাঁচাতে মা মুরগি প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে বিষধর সাপের সাথে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি অবাক করা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে একটি কুকুরকে (Dog) মন্দিরের বাইরে বসে থাকতে দেখা যাচ্ছে। তবে শুধুই যে বসে আছে তা নয়, মন্দির থেকে বেরিয়ে আসা ভক্তদের হাত তুলে আশীর্বাদ করছে কুকুরটি। ভাইরাল হওয়া এই ভিডিওটি সিদ্ধিবিনায়ক মন্দিরের, সেখানে কুকুরের এই আশীর্বাদের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অরুন লিমাদিয়া নামের এক ব্যক্তি।
ভিডিওতে কেউ মাথা ঝুকিয়ে নমস্কাৰ করে আশীর্বাদ নিচ্ছেন তো কেউ আবার কুকুরের পা নিজের গায়ে ঠেকিয়ে আশীর্বাদ নিচ্ছেন। এই ধরণের অদ্ভুত ভিডিও খুবই কমই দেখতে পাওয়া যায়। আর ভিডিওটি শেয়ার হবার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ভিডিওতে ১৫ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে।