• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিরুষ্কার ঘর আলো করে এল রাজকন্যা! সদ্যজাতর প্রথম ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়

দীর্ঘ অপেক্ষার পর গতকালই খুশির খবর এসেছে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)পরিবারে। বিরুষ্কার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান। অবশ্য এর আগে এই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিরাট অনুষ্কার নাকি মেয়েই হবে। সেই কথাই সত্যি হয়েছে, রাজকন্যার আগমনে দুই থেকে দিন হয়েছেন বিরুষ্কা। এবার প্রকাশ্যে এল সদ্যোজাতের প্রথম ছবি।

গত বছরই দুই থেকে দিন হবার কথা জানিয়েছিলেন বিরাট অনুষ্কা। বেবি বাম্প সহ একসাথে ছবি শেয়ার করেছিলেন দুইজনে। দেখতে দেখতে  সময় গড়িয়ে গতকাল দুপুরে  মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে মা হনা অনুষ্কা শর্মা। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। স্বামী বিরাট নিজেই সেই খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর তারপর থেকেই শুভেচ্ছার ঢল নেমেছে অনুষ্কা ও ভিরাটের সমস্ত সোশ্যাল মিডিয়াতে।

   

Virat Kohli Anushka Sharma Virushka Baby Girl বিরাট কোহলি অনুষ্কা শর্মা

তবে, প্রথমেই সদ্যজাত রাজকন্যার কোনো ছবি শেয়ার করেননি বিরাট। বরং খানিকটা ব্যক্তিগত সময় চেয়ে নিয়েছিলেন সকলের কাছ থেকে। সেই থেকে বিরুষ্কার সদ্যোজাতকে দেখবার জন্য উদগ্রীব হয়ে রয়েছে গোটা নেটপাড়া। এবার বিরুষ্কার কন্যার প্রথম ছবি প্রকাশ পেল সোশ্যাল মিডিয়াতে। ক্যাপটেন বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি (Vikash Kohli) নিজের ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন একরত্তির ছবি। আসলে ছবি নয়, একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে একরত্তি বিরুষ্কা কন্যার পায়ের ছবি দেখা যাচ্ছে। সাথে অ্যানিমেশনের মাধ্যমে লেখা রয়েছে ওয়েলকাম। বিকাশ কোহলির শেয়ার করা এই ভিডিও বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

 

View this post on Instagram

 

A post shared by Vikas Kohli (@vk0681)

site