• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রানাঘাটের রানু মন্ডল এবার কলকাতার সেরা রূপসী! নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

Ranu Mondal রানু মন্ডল

রানু মন্ডল (Ranu Mondal), নামটা নিশ্চই মনে আছে। রানাঘাটের স্টেশন থেকে সোজা মুম্বাইয়ের স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডল। যদিও যাত্রাটা সহজ ছিলনা! রানাঘাট স্টেশনে গান শুনিয়ে ভিক্ষা করার সময় একপথচারীর দারুন ভালো লেগে যায় রানু মন্ডলের গান আর তা ভিডিও করে শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে পড়লে ভাগ্য ফিরে যায় রানাঘাটের রানু মন্ডলের।

Ranu Mondal রানু মন্ডল

বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়া (Himesh Reshammya) তাকে গান গাওয়ার সুযোগ দেন। এরপর হিমেশ রেস্মিয়ার সাথে ‘তেরি মেরি কাহানি’ ডুয়েট গান গাইতে দেখা যায় রানু মণ্ডলকে। নিজের গানের জেরে বিশাল খ্যাতি অর্জন করেন রানু মন্ডল। তবে হটাৎ বিরাট সাফল্য পেয়ে অহংকারী হয়ে পড়েন রানু মন্ডল। যেমন হটাৎ সাফল্য পেয়ে উঠে গিয়েছিলেন জনপ্রিয়তার চূড়ায়, তেমনি নেমেও গিয়েছিলেন খুব জলদি।

Ranu Mondal রানু মন্ডল

রানু মণ্ডলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোল শুরু হয়েছিল একসময়। বলিউডের পার্টিতে রানু মন্ডলের মেকাপের একটি ছবি ব্যাপক ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। এরপর তার হটাৎ হটাৎ করে বসা বেফাঁস মন্তব্যের জেরেও ব্যাপক ট্রোল হতে শুরু করেন রানু মন্ডল। যদিও এর কিছুদিন পর কোথায় যেন হারিয়ে যান তিনি।

রানু মন্ডল Ranu Mondal Dancing Viral Video ভাইরাল ভিডিও

তবে, এখানেই শেষ নয়! নেটিজেনরা এখনো মনে রেখেছেন লতাকন্ঠী রানু মণ্ডলকে। মাঝে মধ্যেই রানু মণ্ডলকে নিয়ে নানান ট্রোল দেখতে পাওয়া যায়  সোশ্যাল মিডিয়াতে। কখনো ছোট পোশাকে নাচতে দেখা যায় রানু মণ্ডলকে, তো কখনো আবার বলিউড প্রযোজক করণ জোহরের সাথে বিয়ের পিঁড়িতে দেখা যায় রানু মণ্ডলকে।

Ranu Maodal weds karan johar রানু মন্ডল করণ জোহর

সম্প্রতি রানু মণ্ডলকে নিয়ে আবারো একটি ট্রোল ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে রানু মন্ডলের একটি ছবি দেখা যাচ্ছে আর সাথে ব্যাকগ্রউন্ডে বাজছে ‘আমি কলকাতার সেরা রূপসী গান’। ভিডিওটি দেখে অনেকেই হেসে গড়াগড়ি দিয়েছেন। রইল সেই ভাইরাল ভিডিওঃ

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥