বছরের শুরুতে শীতের মরশুমে সকলেই কম বেশি পিকনিক করতে পছন্দ করেন। কিছু বন্ধু মিলে শীতের সকালে চড়ুইভাতির মজাই আলাদা। তবে আজকাল ছোট হোক আর বড়, বন্ধু থেকে শুরু করে পাড়ার লোক সকলে মিলেই ফিস্ট করেন। অনেক সময় পরিবারের লোকেরা মিলে দূরে কোনো পিকনিক স্পট বুকিং করে সেখানে গিয়ে হৈ হুল্লোড় করে মজা করে করা হয় পিকনিক। আর এই ফিস্টে বক্সে গান বাজিয়ে নাচে মেতে ওঠেন অনেকেই। ফিস্টের মধ্যে স্পেশাল নাচের ভিডিও দেখতে পাওয়া যায় পিকনিকের মরশুমে সোশ্যাল মিডিয়াতে। কারণ ভাইরাল ভিডিওর (Viral Video) ভিড়ে এই নাচ জায়গা করে নেয়।
সম্প্রতি ফিস্টের একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে এক ঠাকুমাকে উদ্যম নাচ নাচতে দেখা যাচ্ছে। ঠাকুমা এতটাই উত্তেজিত হয়ে পড়েছেন যে শাড়ি পড়েই ডিগবাজি খেতে খেতে নাচছেন। সাথে রয়েছে আরো দুটি ছেলে, ঠাকুমার নাচ দেখে তারাও ঠাকুমার সাথে নাচতে ব্যস্ত।
আর এই উদ্যম নাচের জন্য বাজছে জনপ্রিয় গান ‘লে ফটু লে’। গানের তালে ঠাকুমার নাচ রীতিমত কচি বয়সের ছেলে মেয়েদের নাচকে হার মানাবে। ঠাকুমার এই বয়সে অমন দুর্দান্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।
যে ভিডিওটি শেয়ার করেছে সে ক্যাপশনে লিখেছে, ‘ওরে ঠাকুমাকে কেউ ধর ‘! ভিডিওতে ঠাকুমার নাচ দেখে অনেকেই বাহবা দিয়েছেন ঠাকুমাকে। এই বয়সে এমন নাচের ক্ষমতা আর কজনেরই বা থাকে! দেখে নিন ঠাকুমার সেই দুর্দান্ত নাচের ভিডিওঃ