• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টক মার্কেটে নিলামে উঠলেন হট অ্যান্ড সেক্সি মৌনি রায়! NSE এর কান্ড দেখে নেটপাড়ায় ট্রোলের ঝড়

বলিউডের অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। জনপ্রিয় হিন্দি সিরিয়াল নাগিনে অভিনয় করেছেন অভিনেত্রী। আর ‘নাগিন’ সিরিয়ালে দুর্দান্ত অভিজয়ের জেরে নিজের জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। নাগিন ছাড়াও দেবো কে দেব মহাদেব সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা ১৫ মিলিয়নেরও অধিক। প্রতিনিয়ত নিজের মোহময়ী রূপের ছবি ও ভিডিও শেয়ার করে অনুগামীদের নিজের রূপে মাতিয়ে রাখেন তিনি। ইন্ডিয়ান থেকে বোল্ড ওয়েস্টার্ন ড্রেস সবেতেই লাস্যময়ী রূপে ধরা দেন অভিনেত্রী।

   

সম্প্রতি মৌনী রায়ের বোল্ড ছবি প্রদর্শিত হয়েছে NSE ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। শেয়ার করা ছবিতে ক্যাপশন হিসাবে ছিল ‘শনিবারে উষ্ণতা বাড়াচ্ছেন মৌনী রায়’। আর সাথে ছিল ব্ল্যাক কালারের পোশাকে মৌনী রায়ের বোল্ড লুকস এর কয়েকটি ছবি। যার সাথে হ্যাশ ট্যাগ ছিল  সেক্সি ডিভা, মৌনী রায় হট, হটগার্ল ইত্যাদি।

যদিও ভুল বুঝতে পেরে পোস্টটি ডিলিট করে দে NSE কর্তৃপক্ষ। এরপর একই পোস্ট করে এই ভুলের জন্য ক্ষমাও চেয়েছে NSE ইন্ডিয়া। পোস্টে এই ঘটনার কারণ হিসাবে এজেন্সির এক কর্মচারীর ভুলের কথা বলা হয়। তবে ততক্ষনে যা হবার তা হয়ে  গিয়েছে। মৌনী রায়ের হট ছবি শেয়ার করা নিয়ে ব্যাপক ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে NSE ইন্ডিয়াকে।

NSE India Twitted Mouni Roy Hot photos এনএসই ইন্ডিয়া মৌনী রায়

কেউ লিখেছেন, ‘আচ্ছা! তাহলে স্টক অফ দা ডে এর মানে হল এটা।’

NSE India Twitted Mouni Roy Hot photos এনএসই ইন্ডিয়া মৌনী রায়

আবার কেউ লিখেছেন, ‘যখন নোটিশ পিরিয়ডে থাকা কর্মীরা ঠিক মত ক্ষতিপূরণ পায় না। এছাড়াও আরো কতকি!

NSE India Twitted Mouni Roy Hot photos এনএসই ইন্ডিয়া মৌনী রায়

একটা ভুলের কারণে রীতিমত মিমি মেটেরিয়ালে পরিণত হয়েছে NSE ইন্ডিয়া।

NSE India Twitted Mouni Roy Hot photos এনএসই ইন্ডিয়া মৌনী রায়

 

site