কথায় আছে রাখে হরি তো মারে কে! আর এই কথাই আবারো প্রমান হয়ে গেলো একটি ঘটনায়। সবে মাত্র খারাপ সাল ২০২০ শেষ হয়েছে। নতুন বছরে এক শিশুর প্রাণ বাঁচালো ভগবান যীশুর (Jesus Christ) লকেট। হ্যাঁ ঠিকই শুনেছেন, যীশুর লকেটের জন্য অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল ছোট্ট এক শিশু। অদ্ভুত এই ঘটনাকে ভগবানের কৃপা বলেই মনে করছেন পরিবারের লোকেরা। শিশুর মায়ের মতে স্বয়ং প্রভু রক্ষা করেছেন তার ছেলেকে।
ঘটনাটি ঘটেছে সুদূর আর্জেন্টিনায় (Arjentina)। ৩০শে ডিসেম্বর বর্ষবরণের রাতে বাড়ির মধ্যেই খেলা করছিল তিজিয়ানো (Tijiano)। ভাই বোনেদের সাথে খেলা করছিল ৯ বছরের ছোট্ট তিজিয়ানো। হটাৎ করেই রাস্তা দিক থেকে গুলি এসে লাগে তিজিয়ানোর বুকে। সাথে সাথে শুরু হয় বুকে তীব্র ব্যাথা। যদিও ছোট্ট তিজিয়ানো তখন বুঝতে পারেনি যে কি হয়েছে!
বুকের ব্যাথা শুরু হলে বাড়ির লোক যখন এসে উপস্থিত হয় তখন তারা বুঝতে পারেন যে ছোট্ট তিজিয়ানোর বুকে গুলি লেগেছিলো। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে যেমনটা জানা যাচ্ছে, খেলা করতে করতেই বুকে তীব্র ব্যাথা অনুভব করে তিজিয়ানো। তারপর তার বাড়ির লোক এলে দেখে যে তিজিয়ানোর পাশেই পরে রয়েছে একটি বুলেট। তৎক্ষণাৎ বাড়ির লোক তিজিয়ানোকে নিয়ে হাসপাতালে যান। সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে।
তবে, হাসপাতাল থেকে ফেরার পর বাড়ির লোক তিজিয়ানোর গলায় ক্রুশবিদ্ধ যীশুর লকেটটি দেখে অবাক হয়ে যান। লকেটের মধ্যেএকটি ফুটো লক্ষ করেন বাড়ির লোকেরা। যেটা আগে ছিল না তখনি সকলে বুঝতে পারেন তিজিয়ানোর বাবার দেওয়া ক্রুশবিদ্ধ লকেটটিই প্রাণ বাঁচিয়ে নেয় তিজিয়ানোর। অদ্ভুত এই ঘটনাকে প্রভুর কৃপা বলেই মনে করেছেন তার পরিবারের লোকেরা।
[MILAGRO DE AÑO NUEVO] Anoche minutos antes de la 00 una bala perdida le pegó en el pecho a un Niño en Las Talitas. Pero el impacto fue en un crucifijo que el menor llevaba puesto, lo que salvó su vida. El Cristo quedó intacto y el Niño con una herida por el roce@telefetucuman pic.twitter.com/N0vfFPtE8U
— José Romero Silva (@Josecitors) January 2, 2021