বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর মৃত্যুর প্রায় ৬ মাস কেটে গেলেও আজও তার মৃত্যু রহস্যের কিনারা হয়নি। আজও তার ভক্তরা তাদের প্রিয় শিল্পীকে ভুলতে পারেননি। প্রয়াত অভিনেতার স্বপ্ন ছিল একদিন মহাকাশ নিয়ে গবেষণা করবেন তিনি। বাড়িতে ছিল টেলিস্কোপ অবসারে তাতে চোখ রেখে দেখেও নিতেন মহাকাশের হালচাল। সেই অদম্য ইচ্ছে থেকেই তিনি রাজি হয়েছিলেন ‘ চন্দ মামা দূর কে ‘ (Chanda Mama Door ke) ছবিতে একজন মহাকাশচারীর ভূমিকায় অভিনয় করার জন্য৷ সেইমতো নাসা ( NASA ) থেকে প্রশিক্ষণও নিয়েছিলেন অভিনেতা। কিন্তু কিছু অনিবার্য কারণ বশত সেই সময় ছবির শ্যুটিং বন্ধ হয়ে যায়।
এবার সুশান্তের সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চান পরিচালক সঞ্জয় পুরান সিং (Sanjay Puran Singh), সুশান্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে তিনি নতুন করে শুরু করতে চান ‘ চন্দ মামা দূর কে ‘ ছবির শ্যুটিং। তবে তার জায়গায় অভিনয় করার মতো অভিনেতা এখনও খুঁজে পাননি পরিচালক। তিনি জানান, সুশান্তের পরিবর্তে এই ছবিতে এই চরিত্রে অন্য কারোর অভিনয় করার কথা কল্পনাও করা যায় না।
তবে এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সুশান্ত অনুরাগীরা। তারা এই ছবির নির্মাতাদের উপর বিরক্তি প্রকাশ করে জানান যে তারা এই চলচ্চিত্রের মাধ্যমে সুশান্তের নাম ব্যবহার করে লাভ করতে চান এবং তাই চলচ্চিত্রটি বন্ধ করা উচিত। অন্য একটি ট্যুইটে সুশান্তের পারিবারিক বন্ধু স্মিতা পরীখ আরও বলেছেন, যে সুশান্তের মতো পরিশ্রম ও আবেগ নিয়ে এই চরিত্রে কেউ অভিনয় করতে পারবেন না।
প্রসঙ্গত, ১৪ জুন সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। ২৫ জুলাই বিহারের রাজীব নগর থানায় সুশান্তের প্রেমিকা রিয়া ও তাঁর পরিবারে বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, প্রয়াতের সঙ্গে আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ এনে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং।