বালিকা বধূ (Balika Badhu) সিরিয়ালটি নিশ্চই মনে আছে অনেকেরই। কি সুন্দর দেখতে ছোট্ট মিষ্টি একটা মেয়ে আনন্দী। ছোট্ট মেয়েটার দুর্দান্ত অভিনয় সারা ফেলেদিয়েছিল টিভি সিরিয়ালের জগতে। একসময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল বালিকা বধূ সিরিয়াল। এতটাই পপুলার ছিল সিরিয়ালটি যে সন্ধ্যা হলে গোটা পাড়ায় একসাথেই বেজে উঠো বালিকা বধূর প্রারম্ভের মিউজিক। সিরিয়ালের সেই ছোট্ট মেয়েটির আসল নাম হল অভিতা গোর (Avita Gor)।
সেই ছোট্ট অভিতা থুড়ি আনন্দী আজ অনেক বড় হয়ে গিয়েছে। এক ঝলক দেখে চিনতে পারা মুশকিল আনন্দীকে। কারণ বই হয়ে নিজেকে একেবারে বদলে ফেলেছেন অভিতা। ছোটবেলার আনন্দী অর্থাৎ অভিতা আর বড় বেলার অভিটার মধ্যে আকাশ পাতাল তফাৎ! বর্তমানে ২৩ বছর বয়স অভিতার, আর এই বয়সেই ইন্টারনেটে দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
অভিতা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়াতে ১০ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিতার। প্রায়শই অনুগামীদের জন্য ছবি ও ভিডিও শেয়ার করেন অভিতা তার ইনস্টাগ্রামে। যা শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পরে। কখনো স্বল্প পোশাকে বোল্ড ছবি তো কখনো অন্তর্বাস পরেই বোল্ড ছবি। এককথায় সেদিনের আনন্দী আজ নিজের বোম্ব ফিগার দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি অভিতা তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে লাস্যময়ী রূপে বিকিনি বেবি হিসাবে ধরা দিয়েছেন অভিতা গোর। দুর্দান্ত লোকেশনে সুইমিং পুলের ধরে বিকিনি পরে শুয়ে আছেন অভিতা। পিছনে দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড়। তবে ব্যাকগ্রাউন্ড বা সিনারি নয়, দর্ধকদের নজর কেড়েছে বিকিনি পড়া অভিতার বোম্ব ফিগার। আর তাই তো ছবি শেয়ার করার পর তা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।