বিয়ে (Marriage) মানেই খুশির উৎসব। বাড়ির ছেলে মেয়েরা বিয়ের যোগ্য হলেই তার জন্য পাত্র পাত্রীর খোঁজ শুরু হয়। আর যথোপযুক্ত পাত্র পাত্রীর খোঁজ পেলেই বেজে ওঠে বিয়ের সানাই। কিন্তু অনেক সময় ভালো মেয়ে পাওয়া যায়না তো কখনো আবার ভালো ছেলে পাওয়া যায় না বিয়ের জন্য।
কিন্তু, জানেন কি এমন একটা গোটা গ্রাম আছে যেখানে সুন্দরী মেয়েরা বিয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছে না। ঠিকই শুনেছেন, গ্রামে অবিবাহিত রয়েছে সুন্দরী মেয়েরা। আর তাদের বিয়ের জন্য পাওয়া যাচ্ছে না ছেলে, তাই বিয়ের করার জন্য ছেলেদের আমন্ত্রণ জানাচ্ছেন এই গ্রামের মেয়েরা।
নোওয়া ডে করডেরিয়ো নামের একটি গ্রামে এই সুন্দরী মহিলাদের বাস। সেখানকার সুন্দরী মেয়েদের মত দুদিকে পাহাড় দিয়ে ঘেরা গ্রামটিও বেশ সুন্দর। এই গ্রামের প্রায় ৩০০ এরও বেশি মহিলারা স্বামীর খোঁজ করছেন। তবে, এই মহিলাদের স্বামী হতে গেলে রয়েছে একটি বিশেষ শর্ত। আর শর্ট হল এই যে, বিয়ের পরে তাকে মেয়েটির সাথে ওই গ্রামেই থাকতে হবে। আর এই একটি শর্তে রাজি থাকলেই বিয়ে করতে পারেন গ্রামের সুন্দরী রমনীদের।
নোওয়া ডে করডেরিয়ো (Noiva do Cordeiro) গ্রামটি ব্রাজিলে (Brazil) অবস্থিত। যেমনটা জানা যায় এই গ্রামে প্রায় ৬০০ এর কাছাকাছি মহিলারা বসবাস করেন। যাদের মধ্যে ৫০শতাংশই ১৮ থেকে ৩০ বছরের কুমারী মেয়ে। এই গ্রামে কিছু মহিলা বাদে বাকি সকলেই অবিবাহিত। আর বিয়ের জন্য উদগ্রীব হয়ে আছেন এই গ্রামের মহিলারা। তবে, বিয়ের জন্য কিন্তু কেউ গ্রাম ছেড়ে চলে যাননি।
তাদের একটাই প্রতিজ্ঞা যে তারা গ্রাম ছেড়ে কখনোই যেতে চান না। তাই আপনার যদি এই সুন্দর গ্রামে সুন্দরী বউ এর সাথে থাকতে কোনো আপত্তি না থাকে তাহলে আপনিও প্রতাব নিয়ে যেতেই পারেন। আশা করি আপনাকেই খালি হাতে ফিরতে হবে না।