• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা জমাতে চেয়েও পারছেন না? দেখুন তো এই ভুল গুলো করছেন না তো!

ভবিষ্যতের কথা ভেবে টাকা সঞ্চয় (Save Money) সকলেই করতে চায়। কিন্তু কজন আর সফল হয়! অনেকেই অনেক চেষ্টা করেন কিছু টাকা সঞ্চয় করার। কিন্তু শেষমেশ ব্যর্থ হন। এই যেমন ধরুন আপনি যথেষ্ট পরিশ্রম করেন টাকা  উপার্জনের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত খেতেই চলেছেন, অর্থ উপার্জনের জন্য। অথচ পকেটের  হাল সেই একই রয়ে যাচ্ছে। না আছে বাং ব্যালেন্স না আছে হাতে টাকা, সঞ্চয় তো পরের কথা।

save money according to bastu টাকা সঞ্চয়

   

অনেকে অনেকভাবে প্লানিং করেন যে এভাবে টাকা সঞ্চয় করবেন অভাবে সঞ্চয় করবেন। কিন্তু জানেন কি টাকা সঞ্চয়ের ক্ষেত্রেও রয়েছে বাস্তুর  প্রভাব। যদি বাস্তু মেনে চলেন তাহলে আপনার টাকা সঞ্চয় ঠিকই হবে। তাঁর জন্য সকাল থেকে রাত পরিশ্রম না করলেও হবে। তাই যদি সঞ্চয় করতে হয় তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাহলেই দেখবেন ধীরে ধীরে ঠিকই টাকা সঞ্চয় হচ্ছে।

save money according to bastu টাকা সঞ্চয়

টাকা আমরা সাধারণত বাড়িতে আলমারি বা সিন্ধুকে রেখে থাকি। তাই যদি আপনি বাড়িতে টাকা রাখেন, সে আলমারি হোক কাঠের দেরাজ হোক আর  সিন্ধুকই হোক না কেন। চেষ্টা করবেন যাতে সেটি বাড়ির উত্তর দিকে অবস্থান করে।

save money according to bastu টাকা সঞ্চয়

বাড়িতে সাজা গোজা থেকে শুরু করে মুখ দেখা, চুল আঁচড়ানো এই সব কারণে আয়না থাকে। কিন্তু আয়নার কাঁচ যদি কখনো ভেঙে যায় তাহলে তা তখুনি বদলে ফেলুন। কারণ ভাঙা কাছে মুখ দেখা কিন্তু একেবারে অশুভ। আর ওই ভাঙা কাঁচের টুকরোও বাড়িতে রাখবেন না।

save money according to bastu টাকা সঞ্চয়

অনেকেরই ব্যস্ত জীবনে আরাম টুকু করার  সময় পান না। এদিকে ঝাড়পোছের  অভাবে বাড়িতে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে। আর বাড়িতে মাকড়শা ছেয়ে গেলে চারিদিক মাকড়সার জালে ভরে যায়। এই মাকড়সার জাল কিন্তু বাড়ির পক্ষে একেবারে অশুভ। তাই ঘরকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করুন।

save money according to bastu টাকা সঞ্চয়

বাড়ির চিলে কোঠা বা অন্যত্র কোথাও পায়রার বাসা নেই তো! যদি থাকে তাহলে সেই বাড়িতে লক্ষী থাকে না। তাই সঞ্চয় তো দূরের কথা টাকা রীতিমত চোখেই দেখা যায় না।

save money according to bastu টাকা সঞ্চয়

অনেক সময় বাড়িতে মৌচাক হতে দেখা যায়। এতে যেমন বাড়ির লোকেদের ক্ষতি হবার আশঙ্কা থাকে, তেমনি বাড়ির জন্যও এটি খুবই অশুভ। তাই মৌমাছির হতে দেবেন না।

site