এবার গুরুতর অভিযোগের ভিত্তিতে বিখ্যাত কমেডিয়ান এবং সঞ্চালক কপিল শর্মা (Kapil Sharma) -কে ডেকে পাঠালো মুম্বই পুলিশ (Mumbai police)। কপিলের গাড়িতে নকল নম্বরপ্লেট লাগানো রয়েছে এই অভিযোগেই তাকে ডেকে পাঠানো হয় মুম্বই পুলিশের তরফে। ইতিমধ্যেই
মুম্বই পুলিসের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটের এপিআই সচিন ওয়েজ এই বিষয়ে তদন্ত শুরু করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে কপিলের গাড়িও।
মুম্বই পুলিশের তলবে কপিলের বয়ান রেকর্ড করা হয়। জানা যাচ্ছে, গাড়ি ডিজাইনার দিলীপ ছাবরিয়াকে নিজের ভ্যানিটি ভ্যান ডিজাইন করার জন্য টাকা দিয়েছিলেন কপিল। কপিলের অভিযোগ ডিজাইনার তার থেকে সাড়ে ৫ কোটি টাকা নিয়েও পুরো কাজ সম্পন্ন না করে প্রতারণা করেন। সেই দিলীপের বিরুদ্ধেই ওই বিপুল পরিমাণ আর্থিক নয়ছয়ের অভিযোগ এনেছেন কপিল।
প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর গাড়ি ডিজাইনার দিলীপ ছাবরিয়াকে ভুয়ো ফিনান্স এবং রেজিস্ট্রেশন চক্র চালানোর দায়ে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশ। কপিল দীলিপ ছাবড়াকে কাঠগড়ায় তুলে বলেন, সাড়ে ৫ কোটি টাকা দেওয়ার পরেও এখনও সেই ভ্যান পাননি কপিল। ইতিমধ্যেই মুম্বইয়ের আর্থিক অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেছেন কপিল শর্মা।