• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঙালি অভিনেত্রী অলিভিয়া সরকারের বোল্ড ছবি বোমা ফাটাচ্ছে নেটপাড়ায়! তুমুল ভাইরাল ছবি

বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার (Alivia Sarkar)। একাধিক বাংলা ও হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী অলিভিয়া। সিরিয়ালে মূলত পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। জয়ী সিরিয়ালে খল নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সিরিয়ালে নিজের অভিনয়ের দক্ষতার কারণে বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।

Alivia Sarkar অলিভিয়া সরকার

   

অভিনেত্রী যে শুধু অভিনয় করেন তা কিন্ত নয়। অভিনয়ের পাশাপাশি অলিভিয়া মডেলিং ও করেন। আর অলিভিয়ার মডেলিং ফটোশুটের ছবি দেখলে রীতিমত চোখ আটকে যাবে। তবে, শুধু এখানেই থিম থাকেন নি অভিনেত্রী বাংলা সিনেমা ও ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে।

Alivia Sarkar অলিভিয়া সরকার

অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর ফ্যান ফলোইংও রয়েছে প্রচুর, প্রায় ৪ লক্ষ ৮০ হাজারেরও  বেশি অনুগামী রয়েছে অলিভিয়ার। প্রতিনিয়ত নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। কখনো রেড হট ড্রেসে কখনো ওয়েস্টার্ন বোল্ড লুকস নিয়ে হাজির হন অভিনেত্রী। তবে বেশিরভাগ ওয়েস্টার্ন পোশাকই পড়তে পছন্দ করেন অলিভিয়া।

Alivia Sarkar অলিভিয়া সরকার

সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে বোল্ড লুক নিয়ে  হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা রঙের ওয়ান পিস ড্রেসের সাথে একটি কালো রঙের কোট পরে আছে অভিনেত্রী। তবে, কোটের একটি মাত্র বোতাম আটকানো রয়েছে। আর কোটের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে বক্ষ যুগল। এমন হট ছবি শেয়ার করার পড়ি তা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এক কালের সাধাসিধে এই বাঙালি অভিনেত্রী এখন যেন হটনেসের বোমা ফাটাচ্ছেন নেটপাড়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Alivia Sarkar (@reel2alivia)

site