গত শনিবার তীব্র বুকে ব্যথা নিয়ে উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন ভারতের প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সেই নিয়ে ইতিমধ্যেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। কিন্তু এর মাঝেই সৌরভের অনুরাগীরা তাকে নিয়ে চিন্তায় পড়লেও একদল নেটিজেন শুরু করে তুমুল ট্রোলিং।
ফরচুনের তেলের (Fortune Oil) বিজ্ঞাপন করেছিলেন সৌরভ। আর সেই থেকেই শুরু হয় মিমের সূত্রপাত। বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, হৃদপিণ্ড স্বাস্থ্যকর রাখবে সেই তেল। বিভিন্ন মাধ্যমে রমরমিয়ে সেই বিজ্ঞাপন চলছিল। কিন্তু এই তেলের বিজ্ঞাপন করার পরেও সৌরভ হৃদরোগে আক্রান্ত হতেই শুরু হয় যথেচ্ছ কাদা ছোড়াছুড়ি। ট্রোলের বন্যা। নেটিজেনদের দাবি কোলেস্টেরল ফ্রি তেল খেয়েও কীভাবে হার্ট অ্যাটাক হয় ‘মহারাজ’এর!
Dada @SGanguly99 get well soon. Always promote tested and tried products. Be Self conscious and careful. God bless.#SouravGanguly pic.twitter.com/pB9oUtTh0r
— Kirti Azad (@KirtiAzaad) January 3, 2021
এদিন সৌরভের অসুস্থতার পরেই ফরচুন তেলের সব বিজ্ঞাপন স্থগিত করে দিল আদানি উইলমার। সেই ভোজ্য তেলের বিজ্ঞাপনী কর্মসূচির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের BCCI প্রেসিডেন্টকে মডেল করে যে বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল, সেগুলি সবধরনের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে নয়া মোড়কে একটি বিজ্ঞাপন তৈরি করা হবে যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, শনিবার সকালে বাড়িতেই ওয়ার্ক আউট করছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। কিন্তু শরীর চর্চা করার সময়ই হঠাৎ ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি। জিম করার সময়কালে হালকা বুকে ব্যথাও অনুভব করেছেন তিনি।
আপাতত সৌরভের অবস্থা স্থিতিশীল। ছুটিও হয়ে গেছে ‘দাদা’র। আজই উডল্যান্ডের বাইরে মহারাজাকে একবার দেখার জন্য ভীড় জমায় তার অনুরাগীরা।