গত বছরে করোনা মহামারীর জেরে দীর্ঘ ৬ থেকে ৮ মাস ঘরবন্দি ছিল গোটা দেশ। কিন্তু তাতে কি আর জীবন থেকে থাকে! লকডাউনের মধ্যেই কাতারে কাতারে এসেছে সুখবর। সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ পরিবারে এসেছে খুশির খবর। গর্ভবতী হয়েছিলেন রেকর্ড সংখ্যক মহিলা। আর বছরের প্রথম দিনেই একেবারে বিশ্ব রেকর্ড (World Record) করে ফেলেছে ভারত। ১লা তারিখে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি বাচ্চার জন্ম হয়েছে এই দিন ভারতে।
ইউনিসেফ (UNICEF) শিশু জন্মের পরিসংখ্যান প্রকাশ করেছে। যেমনটা জানা যাচ্ছে এই দিনে গোটা বিশ্বে ৩ লক্ষ ৭১ হাজার ৫০৪ টি শিশুর জন্ম হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিশুর জন্ম হয়েছে ভারতবর্ষে। ওই দিন মোট ৬০ হাজার শিশুর জন্ম হয়েছে ভারতে।
বছরের প্রথম দিনের প্রথম শিশুর জন্ম হয়েছিল ফিজিতে। আর শেষ শিশুটির জন্ম হয়েছে আমেরিকাতে। বিশ্বের সর্বাধিক জন্মানো শিশুর পরিসংখ্যানের প্রথম ১০টি দেশ হলঃ
ভারত (৫৯,৯৯৫)
চীন (৩৫,৬১৫)
নাইজেরিয়া (২১,৪৩৯)
পাকিস্তান (১৪,১৬১)
ইন্দোনেশিয়া (১২,৩৩৬)
ইথিওপিয়া (১২,০০৬)
আমেরিকা (১০,৩১২)
মিশর (৯,৪৫৫)
বাংলাদেশ (৯,২৩৬)
কঙ্গো (৮,৬৪০)
পরিসংখ্যান অনুযায়ী এবছর অর্থাৎ ২০২১ সালে সারা পৃথিবীতে প্রায় ১.৪কোটি বাচ্চার জন্ম হতে পারে।