রানা ঘাটের ৬ নং প্লাটফর্ম থেকে সোজা মুম্বাই এর গানের স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডল (Ranu Mondal) । তার অসাধারণ গলার জন্য বদলে গিয়েছিল তার জীবন। পথচলতি এক ব্যক্তির পছন্দ হয় রানু মন্ডলের গান। আর সেই গানের ভিডিও করে শেয়ার করেন সোসিয়াল মিডিয়াতে। এর পরেই ঘটে যায় ম্যাজিক। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও দেখে স্বয়ং হিমেশ রেশমিয়া তার গানে সুযোগ দেন।
এরপর সেই গান রেকর্ড হয় ও ব্যাপক ভাইরাল হয়ে পরে। অল্পওকিছু দিনের মধ্যেই নাম খ্যাতি ও অনেক টাকার মালিক হয়ে যান রানু মন্ডল। তবে, সেই সুদিন বেশিদিন স্থায়ী হয়নি। খ্যাতি হবার পরেই অহংকারী হয়ে পড়েন রানু মন্ডল। তাকে স্টেশনে বসে ভিক্ষা করার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তিনি নাকি বাকিদের থেকে দূরে থাকতেন। স্টেশনের বাকিদের মাথায় উকুন আছে। এই সমস্ত ঘটনার পর কোথায় যেন হারিয়ে যান রানু মন্ডল।
তবে শোনা যাচ্ছে, রানু মন্ডল আবার ফিরতে চলেছেন। ধীরাজ মিশ্র তাকে আবার ফায়ার আসার সুযোগ দিচ্ছেন। তার রোমান্টিক ছবি সিতামাগার ও দেশাত্মবোধক সিনেমা সরোজিনীর গান গাইবেন তিনি। এবর আসা জাকবিরাল ভিডিওর কথায়। সম্প্রতি রানু মন্ডলের একটি সাক্ষাৎকারের ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই সাক্ষরকারের আয়োজন করা হয়েছিল।
সাক্ষাৎকার চলাকালীন রানু মন্ডলকে জিজ্ঞাসা করা হযা যে তিনি গায়ক হিসাবে হিমেশ রেশমিয়াকে কত দেবেন। এই প্রথনের উত্তরে রানু মন্ডল ১০ বলেছিলেন। এরপর যখন কিশোরে কুমারের গান শোনানো হয় তখন তাকেও ১০ দেন রানু মন্ডল। কেন এমন বললেন জিজ্ঞাসা করলে হেসে ফেলেন রানু মন্ডল। আসুন দেখে নিন সেই ভাইরাল ভিডিওঃ