টলিউডের (Tollywood) মোনালিসা (Monalisa) বর্তমানে বেশ পরিচিত। ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজে উন্মুক্ত ক্লিভেজে হট অ্যান্ড সেক্সি লুকে ঝুমা বৌদির (Jhuma Boudi) দুর্দান্ত অভিনয় আজ বাঙালি পুরুষ মনে জোয়ার তোলে। সোজা ভাষায় বলতে গেলে মোনালিসা মানেই পুরুষদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনার পারদ। আর মোনালিসার ছবি মানেই দেওরদের ঘুম ওড়ার জোগাড়।
একদা ভোজপুরী, তামিল ও ওড়িশা ইন্ডাস্ট্রি কাঁপানো এই ‘আইটেম গার্ল’ এখন টলিউডের ঝুমা বৌদি হিসাবে ব্যাপক জনপ্রিয়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। পুরুষ ভক্তদেরকে একেরপর এক হট ছবি উপহার দিয়ে মাতিয়ে রাখেন অভিনেত্রী। অভিনেত্রীর নতুন ছবি দেখার জন্য চাতকের মত অপেক্ষায় থাকেন তার অনুগামীরা। তাই অভিনেত্রীর ছবি শেয়ার হওয়া মাত্রই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পরে সেই ছবি।
এবার নতুন বছরে নতুন চমক নিয়ে হাজির হলেন অভিনেত্রী মোনালিসা। এবার সোজা বলিউডের সালমান খানের সামনে হাজির হলেন টলিউডের ঝুমা বৌদি। বছরের শেষেই ঝুমা বৌদি ওরফে মোনালিসাকে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো বিগবসের পর্দায়। সেই থেকেই বাঙালি দর্শকদের মনে উত্তেজনার পারদ চড়ছিল। চড়বে নাই বা কেন! বাংলার হট বৌদি বলে কথা।
তবে জানিয়ে রাখি, মোনালিসা প্রতিযোগী হিসাবে যাননি বিগ বসের মঞ্চে। বা বরং অতিথি হিসাবেই বিগবসের ঘরে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। আর শুধু তিনি একাই নন, তার সাথে অভিনেত্রী সানি লিওনিও উপস্থিত হয়েছিলেন বিগবসে।
View this post on Instagram