টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhane)। তবে, অঙ্কিতাকে অভিনেত্রীর থেকে বেশি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রাক্তন প্রেমিকা হিসাবেই চেনে সারা বিশ্ব। সুশান্তের মৃত্যুর পর থেকেই অঙ্কিতাকে আরো বেশি করে জানতে শুরু করেন সকলে। আর সুশান্তের জেরেই ব্যাপক জনপ্রিয়তা পান অঙ্কিতা লোখান্ডে।
অঙ্কিতা লোখান্ডে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজের জীবনের কিছু মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর ধীর ধীরে জনপ্রিয়তা বাড়ার কারণে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ৩০ লক্ষ পেরিয়েছে। আর তাই এই খুশির খবর অনুগামীদের সাথে শেয়ার করে একটি পোস্ট করেছেন অভিনেত্রী অঙ্কিতা।
View this post on Instagram
কিন্তু এই পোস্টে শুভেচ্ছার বদলে কুৎসা জুটেছে অভিনেত্রীর কপালে। কারণ অভিনেত্রীর অনুগামীদের একটা বড় অংশ সুশান্ত সিং রাজপুতের ভক্ত। আর অঙ্কিতার সাথে তার বর্তমান বয়ফ্রেন্ড ভিকি জৈনকে তাঁরা কিছুতেই মেনে নিতে পারে না। এর আগেও অভিনেত্রী তার বয়ফ্রেন্ড ভিকির সাথে ছবি শেয়ার করলে অভিনেত্রীকে বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।
এদিনে ৩০ লক্ষ ফলোয়ার হবার শুভেচ্ছাবার্তা পোস্ট করতেই শুরু হল আক্রমনের ঝড়। অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘২০২১ কে আমি মন খুলে স্বাগত জানাচ্ছি। শুভ নববর্ষ’।সাথে ৩০লক্ষ ফলোয়ার হবার জন্য চেয়ার্স জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু এই পোস্ট দেখে আক্রমণাত্মক হয়ে পড়েছেন সুশান্ত অনুগামীরা।
এক নেটিজন মন্তব্য করেছেন, ‘এটা তো শুধু আর শুধু মাত্র সুশান্ত স্যারের জন্য’। আরেকজন মন্তব্য করেছেন, ‘২০ লক্ষ অনুগামীত সুশান্ত স্যারের জন্য হয়েছে। সেটা যেন ভুলে যাবেন না, শুভ নববর্ষ’।